শুরু করলেন শিখর, শেষ করলেন ভুবি

যেখানে ওয়ান ডে সিরিজ শেষ করেছিল ভারত সেখান থেকেই শুরু করে দিল টি২০ সিরিজ। জয়ের দামামা বাজিয়ে। রোহিত আবার ফ্লপ‌। রান এল না বিরাটের ব্যাট থেকেও। কিন্তু উল্টো দিকে সেদিনের জন্য ভারতের ব্যাটিংয়ের হাল।ধরে নিয়েছিলেন শিখর ধবন। আর তাঁর ব্যাটেই শিখরেই থেকে গেল ভারত।

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে ধবনের দুরন্ত ৭২ রানের সুবাদে ভারত থামে ২০৩/৫। জবাবে ব্যাট করতে নেমে ধবনের পাল্টা রিজার ৭০ রানের ইনিংস জয় এনে দিতে পারেনি প্রোটিয়াদের। কারণ, বল হাতে ততক্ষণে বিধ্বংসী মেজাজে অবতীর্ণ হয়েছেন ভুবনেশ্বর কুমার।

যখন দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হল তখনও তারা লক্ষ্যের থেকে ২৮ রান পিছিয়ে। ১৭৫/৯এই শেষ হয় যায় মিলার, ক্লাসেনদের ইনিংস। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ভুবনেশ্বর। ওয়ান ডে সিরিজ জিতে তিন ম্যাচের টি২০ সিরিজও দারুণভাবে জিতেই শুরু করে দিল টিম বিরাট।