শামি শোধরালে তাঁকে নিয়ে ভাবতে পারেন হাসিন

শামি ও হাসিনশামি ও হাসিন

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতীয় ক্রিকেটের তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন স্বামীর বিরুদ্ধে। সেই সঙ্গেই অনুরোধ করেছিলেন, ওই অভিযোগকে যেন এফআইআর হিসাবে গ্রাহ্য করা হয়। সেই মতো পুলিশ জামিন অযোগ্য একাধিক ধারায় শামির বিরুদ্ধে মামলা রুজু করে। গোয়েন্দারা জানিযেছেন, এর পরেই শামিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে।

রবিবার ফের একপ্রস্ত নিজের আইনজীবীকে সঙ্গে নিযে সাংবাদিক বৈঠক করেন হাসিন জাহান।.সহ্যের সীমা অতিক্রান্ত হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শামিকে শুধরানোর কথা আগেও বলেছেন, তাতে লাভ হয়নি বলে তাঁর দাবি। শামি যদি নিজেকে শুধরে নেন, তবে ফের তাঁর সঙ্গে সংসারে আগ্রহী বলে জানিযেছেন হাসিন।

অভিযোগপত্রে হাসিন যা যা লিখেছেন, তার উপর ভিত্তি করেই বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। এখনও পর্যন্ত সমস্তটাই অভিযোগের স্তরে রয়েছে। এর পর তদন্ত করে দেখা হবে, ওই অভিযোগের সত্যতা। প্রাথমিক ভাবে শামির সঙ্গে গোয়েন্দাদের একপ্রস্ত কথা হয়েছে বলেও শোনা গিয়েছে।

নিয়ম মতো, মামলা শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট পেশ করতে হয়। সেই সময় পুলিশকে তদন্তের অগ্রগতির কথাও জানাতে হয় আদালতে।

প্রাথমিক ভাবে গোয়েন্দাদের মত, হাসিন যে সব অভিযোগ এনেছেন, আইনের পরিভাষায় তার প্রায় সবগুলিই গার্হস্থ হিংসার মামলা। যার অনেক কিছুই প্রমাণসাপেক্ষ। ওই অভিযোগের প্রেক্ষিতে হাসিনকে আইন মোতাবেক বিভিন্ন প্রমাণও দিতে হবে। শামিকেও জিজ্ঞাসাবাদ করে সত্যতা বোঝার চেষ্টা হবে।

কিন্তু, গোয়েন্দাদের ডাকে যদি শামি সাড়া না দেন? এমনটা যদি হয়, তা হলে পুলিশকেও আদালতের দ্বারস্থ হতে হবে। আদালতের নির্দেশনামা নিয়েই শামিকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এক জন খ্যাতনামা ক্রিকেটার শামি। তাঁর পরিচিতি রয়েছে আন্তর্জাতিক স্তরে। গোয়েন্দাদের সেটাও মাথায় রাখতে হচ্ছে বলে জানিযেছেন লালবাজারের এক কর্তা।

শুক্রবার হাসিন সংবাদমাধ্যমের সামনে তাঁর সঙ্গে শামির যে কথোপকথন হয়েছে, তার রেকর্ড শুনিয়েছিলেন। পুলিশ সেই রেকর্ডের অডিও ক্লিপ সংগ্রহ করছে।

এর পরেই শনিবার একটি সংবাদমাধ্যমে শামি জানান, পুলিশ সব তদন্ত করে দেখুক। প্রযোজনে ফরেন্সিক তদন্ত হোক। তিনি দাবি করেন, হাসিনের সব অভিযোগই মিথ্যা। ঝগড়াঝাটি অশান্তি যেমন সব পরিবারে হয, তেমনই হত। কিন্তু, সেগুলো তেমন কোনও বড় বিষয় নয় বলেই জানান শামি।

এর পর রবিবার ফের সাংবাদিক বৈঠক করেন হাসিন। তিনি বলেন, শামি মিথ্যা কথা বলছেন। তবে শামি যদি এর পর শুধরে যান, তা হলে তিনি ফের সম্পর্কে ফেরার কথা ভাবেন বলে জানিয়েছেন হাসিন।