লিয়েন্ডার পেজ প্রমাণ করে দিলেন বয়স তাঁকে স্পর্শ করেনি

লিয়েন্ডার পেজ

জাস্ট দুনিয়া ডেস্ক: বয়স যে শুধু মাত্র একটা সংখ্যা তা কখনও না কখনও ঘুরে ফিরে প্রমাণ করে চলেছেন ক্রীড়াবিদরা৷ সে তিনি ফেডেরার হোক বা লিয়েন্ডার পেজ৷ কয়েকমাস আগে সব থেকে বেশি বয়সী বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়ে তা যেমন প্রমাণ করেছেন রজার ফেডেরার ঠিক তেমনই টেনিস দুনিয়াকে দেখিয়ে দিলেন এক ভারতীয়৷ তাঁকে ভারতীয় দল থেকে ছেটে ফেলার জন্য কম চেষ্টা করেনি ভূপতি অ্যান্ড ব্রিগেড৷ কিন্তু চির তরুণ লিয়েন্ডার পেজ আজ সবাইকে চুপ করিয়ে দিলেন৷

বয়স ছুয়েছে ৪৪-এর গণ্ডি৷ টেনিস সার্কিটে এসেছিলেন যখন তখন সালটা ১৯৯০৷ সেই সময় লি-হেশ জুটি বিশ্ব টেনিসকে শাসন করত৷ তখন ডেভিস কাপে টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে এই জুটির৷  তার পর কেটে গিয়েছে ২৮ বছর৷ ভূপতি এখন নন-প্লেয়িং ক্যাপ্টেন৷ কিন্তু লি আজও জানেন লড়ে যাওয়ার রেসিপি৷

কমনওয়েলথ গেমসের হাল-হকিকত 

কোর্টের লড়াই, কোর্টের বাইরের লড়াই কাটিয়ে ডেভিস কাফে ৪৩ ম্যাচ জয়ের রেকর্ড যেমন করলেন তেমনই ২-০ তে পিছিয়ে পড়া ভারতীয় দলকে টেনে তুললেন নিজের অভিজ্ঞতা দিয়ে৷ তাই তাঁর অবসর নিয়ে যাঁরা দিনভর প্রশ্ন তোলেন, তাঁদের এবার একটু চুপ করে থাকার পালা এসেছে মনে হয়৷ ডেভিসকাপের ডবলসে এই রেকর্ড এতদিন ছিল নিকোলা পিয়েত্রাঞ্জেলির (৪২)৷

ডেভিস কাপে শুক্রবার ২-০তে পিছিয়ে শেষ করেছিল ভারত৷ সেখান থেকে শনিবার ভারতকে জয়ের রাস্তায় ফেরায় লি-বোপন্না জুটি৷ তাঁরা ৫-৭, ৭-৬ (৫), ৭-৬ (৩) হারিয়ে দেন চিনের মাও ঝিং গং ও জে ঝ্যাংকে৷ পরের দুটো সিঙ্গলস জিতে নেন রামকুমার রামানাথন ও প্রজনেশ গুনেস্বরণ৷ যার ফল ২-০ পিছিয়ে থাকা ম্যাচ ৩-২এ জিতে নেয় ভারত৷ চোটের জন্য ইউকি ভাম্বরি না থাকায় তাঁর পরিবর্ত নিয়ে সমস্যা ছিল৷ কিন্তু ভারতকে জিতিয়ে তা থেকে মুক্তি দিলেন প্রজনেশ৷

এবার ওয়ার্ল্ড গ্রুপের প্লে-অফে টানা পঞ্চমবার খেলবে ভারত৷ এর আগে পাঁচবার প্লে-অফে উঠলেও এলিট ১৬ দেশের ওয়ার্ল্ড গ্রুপে খেলতে পারেনি৷ ২০১৪তে হারতে হয়েছে সার্বিয়ার কাছে৷ ২০১৫তে হেরেছে চেক প্রজাতন্ত্রের কাছে৷ ২০১৬তে হারের মুখ দেখতে হয়েছে স্পেনের কাছে ও ২০১৭তে ভারত হারে কানাডার কাছে৷ ভারত শেষ ১৬ দেশের গ্রুপে খেলার য়োগ্যতা অর্জন করেছিল ২০১১তে৷ সেবার হারতে হয়েছিল সার্বিয়ার কাছে৷