রোহিতের ব্যাট, সুন্দরের বলে ফাইনালে ভারত

India vs West Indies 2nd ODI

জাস্ট দুনিয়া ডেস্ক: বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত। রোহিত শর্মার অধিনায়কত্বে দারুণভাবে ঘুরে দাঁড়াল কোহালিহীন মেন ইন ব্লু। ব্যাট হাতেও ফিরলেন রোহিত।

টস জিতে বুধবার প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। রান তাড়া করতে চাওয়াটা কাজে লাগল না।  প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত শেষ করে ১৭৬/৩।  লিগের শেষ ম্যাচে দারুণভাবে ফিরলেন ভারত অধিনায়কও। জবাব দিলেন সব সমালোচনার। শিখর ধবনের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রোহিত। দুই ওপেনারই শক্ত ভিত তৈরি করে দিয়ে যান। ৬১ বলে ৮৯ রানের ইনিংস খেলেন রোহিত। রোহিত এই ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি। শিখরের ব্যাট থেকেও ২৭ বলে আসে ৩৫ রান। তিনিও পাঁচটি বাউন্ডারি হাঁকান। সঙ্গে একটি ওভার বাউন্ডারি।

এই সিরিজের শুরু থেকেই ফর্মে রয়েছেন সুরেশ রায়না। গত ম্যাচেই ভেঙেছেন প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির টি২০তে রানের রের্কড। এদিন ধবন আউট হয়ে প্যাভেলিয়নে ফেরার পর রোহিতের সঙ্গে তিনিই ভারতীয় ইনিংসের হাল ধরেন। ৩০ বলে তাঁর ব্যাট থেকে আসে ৪৭ রান। পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনিও।  দু’টি ওভার বাউন্ডারি। ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন দীনেশ র্কাতিক।

  • বাংলাদেশের বিরুদ্ধে পাঁচটি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি২০তে যুবরাজ সিংহর ৭৪ ছক্কার রের্কড ভেঙে মোট ৭৫টি ছক্কা হাঁকালেন রোহিত শর্মা। বিশ্বে রোহিত অষ্টম।
  • এই তালিকার শীর্ষে যৌথভাবে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল। দু’জনেরই ১০৩টি ওভার বাউন্ডারি রয়েছে।
  • ৯১টি ছক্কা হাঁকিয়ে এর পরই রয়েছেন নিউজিল্যান্ডেরই ব্রেন্ডন ম্যাকালাম।

ভারতের তিনটি উইকেটের পিছনেই নাম লেখা থাকল রুবেল হোসেনের। রোহিতকে রান আউট করে ফেরালেন তিনিই। শিখর ধবন বোল্ড হলেন  রুবেলের বলে। রায়না ফিরলেন রুবেলেরই বলে সৌম্যকে ক্যাচ দিয়ে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে  ১৫৯/৬এই থামতে হয় বাংলাদেশকে। মুশফিকুরের অপরাজিত ৭২ রানের ইনিংস কোনও কাজে লাগল না টাইগারদের। এ ছাড়া অবশ্য আর কেউই দাঁড়াতে পারেননি। তামিম ২৭, লিটন ৭, সৌম্য ১, মাহমুদুল্লাহ ১১, সাবির ২৭, মেহেদি ৭।

ভারতের হয়ে বল হাতে সফল ওয়াশিংটন সুন্দর। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি নেন তিন উইকেট। একটি করে উইকেট মহম্মদ সিরাজ, এসএন ঠাকুর ও চাহালের। ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হোম টিম শ্রীলঙ্কার কাছে হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। মনে করা হয়েছিল বিরাট-ধোনিসহ একগুচ্ছ তারকা প্লেয়ারের না থাকাটাই বড় ধাক্কা হল ভারতের জন্য। কিন্তু সব সমালোচনাকে পরের ম্যাচ থেকেই বুড়ো আঙুল দেখিয়ে ভারতের এই দলও দেখিয়ে দিল সফল তারকারা না থাকলেও তাঁরা পারেন।