নিদাহাস ট্রফি ফাইনাল: বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

জাস্ট দুনিয়া ব্যুরো: নিদাহাস ট্রফি চ্যাম্পিয়ন ভারত। আর ভারতের কাছে ফাইনালে হেরে শ্রীলঙ্কার মাটিতে ভেস্তে গেল বাংলাদেশের নাগিন ডান্সের দ্বিতীয় দফার পরিকল্পনা।। বাংলাদেশের হয়ে একমাত্র রুখে দাঁড়ালেন সাব্বির রহমান। হতাশ করলেন অধিনায়ক সাকিব আল হাসানও। একইভাবে একটা সময় ভারতের ব্যাটিংও চিন্তায় ফেলে দিয়েছিল৷ যখন পর পর ফিরে যান ধবন, রায়না, লোকেশ৷ কিন্তু অধিনায়কচিত ইনিংস খেলে বাজিমাত রোহিত শর্মার৷ চার উইকেটে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন রোহিতের ভারত৷

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরু থেকেই সেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের দাপটে চার ওভারেই প্যাভেলিয়নে ফিরতে হয় বাংলাদেশের ওপেনার লিটন দাসকে। ওয়াশিংটন সুন্দরের বলে সুরেশ রায়নাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরেন তিনি। ৯ বল খেলে ১১ রান করেন। শুরুতেই ধাক্কা খায় বড় রান তৈরির চেষ্টা। পঞ্চম ওভারে ফেরেন তামিম ইকবালও। তাঁর সংগ্রহ ১৩ বলে ১৫ রান। একমাত্র সাব্বির রহমানই কিছুটা ভরসা দেন। আন্তর্জাতিক টি২০তে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরির সঙ্গেই ৫০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। বাকি আর কেউই দাঁড়াতে পারেননি। সৌম্য সরকার ১, মুশফিকুর রহিম ৯, মাহমুদুল্লাহ ২১, সাকিব ৭, রুবেল ০। ১৯ রান করে অপরাজিত থাকেন মেহেদি হাসান।

শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড় ও!

ভারতের হয়ে তিনটি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। তাঁর শিকার তামিম, সৌম্য ও মুশফিকুর। জোড়া উইকেট জয়দেব উনাদকটের। তাঁর বলে প্যাভেলিয়নে ফেরেন সাব্বির ও রুবেল। মাহমুদুল্লাহ ও সাকিব রান আউট হন। একটি উইকেট ওয়াসিংটন সুন্দরের। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং। মাত্র ১০ রান করে সাকিবের বলে আরিফুর হককে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরেন শিখর ধবন। তাঁর জায়গায় নেমেই কোনও রান করে আউট হন সুরেশ রায়না। রুবেল রায়নাকে ফেরানোর পর ফেরান লোকেশ রাহুলকেও। লোকেশ করেন ২৪ রান। পর পর উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে গিয়েছিল ভারতের ব্যাটিংও৷ কিন্তু বাঁচাল রোহিতের ব্যাট. সঙ্গে মণীশ, কার্তিক৷

৫৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা. মণীশ পাণ্ড্য করেন ২৮ রান৷ শঙ্করের রান ১৭, ২৯ রান করেন দীনেশ কার্তিক৷ বাংলাদেশের হয়ে জোড়া উইকেট নেন রুবেল হোসেন৷ একটি করে উইকেট সাকিব, নজরুল, মুস্তাফিজুর ও সৌম্যর৷ ১৬৭ রানের টার্গেট নিযে ব্যাট করতে নেমে ১৬৮-৬এ থামে ভারত৷