তিন বছর পর শ্রীলঙ্কায় হার ভারতের

কাজে লাগল না শিখ‍র ধবনের দুরন্ত ৯০ রানের ইনিংস। হার দিয়েই শুরু হল বিরাটহীন ভারতের শ্রীলঙ্কা সফর।

টস জিতে প্রথমে ভারতকেই ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। প্রথমে ব‍্যাট করে নির্ধারিত ওভারে থামে ১৭৪/৫এ। যে লক্ষ্য ১৮.৩ ওভারেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা।

এ বারও ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা। ৪ বল খেলে রানের খাতা না খুলেই ফিরে যান প্যাভেলিয়নে। ভাগ্যিস ক্রিজে ছিলেন ধবন। না এই রানেও পৌঁছতে পারত না ভারত। রোহিত ফিরতেই ব্যাট হাতে নামা সুরেশ রায়নাও সেই একই পথ ধরলেন। তাঁর রান ১। এর পর কিছুটা ধবনকে সঙ্গ দেন মণীশ পাণ্ডে। ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু ভরসা দিতে পারেনি তাঁর ব্যাট। ঋশভ পণ্থ ফেরেন ২৩ রান করে। ১৩ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক।

ভারতের দেওয়া লক্ষ্যে শ্রীলঙ্কাকে সহজেই পৌঁছে দেয় পেরেরা, মেন্ডিসদের ব্যাট। পেরেরা ৬৬ রানের ইনিংস খেলেন। ভারতীয় বোলাররাও এ দিন জ্বলে উঠতে পারেননি। ভারতের প্রাপ্য বলতে একমাত্র শিখর ধবনের ফর্ম। তাঁর ৪৯ বলে ৯০ রানের ইনিংস। ধবন আউট না হলে তাঁর সেঞ্চুরি তো আসতই সঙ্গে বড় রানের টার্গটও রাখতে পারত ভারত।

যদিও বোলারদের পাশেই দাঁড়িয়েছেন রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, “আমাদের বোলাররা নিজেদের সেরাটা দিয়েছে। কিন্তু সব সময় সব কিছু চাহিদা মতো হয় না। আমাদের ক্ষেত্রে হয়নি। পরিকল্পনা মতো সবটা হয়নি। তবে জয়ের কৃতিত্ব ওদের ব্যাটসম্যানদের। তবে এই ম্যাচের অভিজ্ঞতা পুরো সিরিজে কাজে লাগবে।” পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়ে গেলেন রোহিত। তবুও তিন বছ‍র পর শ্রীলঙ্কার মাঠে হারটা লেখা হল তাঁরই নেতৃত্বে।