টি২০ সিরিজেও লেখা থাকল ভারতের নাম

তিন ম্যাচের টি২০ সিরিজ ২-১এ জিতেই দেশে ফিরছে ভারতীয় ক্রিকেট দল। শেষ ম্যাচ কার্যত ফাইনাল হলেও খেলেননি অধিনায়ক বিরাট কোহলি। এদিন অধিনায়কের ব্যান্ড ছিল রোহিত শর্মার হাতে। যদিও ব্যাট হাতে আবার ব্যর্থ তিনি।

কেপ টাউনে শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল হোম টিম। প্রথমে ব্যাট করে ভারত যে বিরাট রানের টার্গট দিতে পেড়েছিল এমনটা নয়। তবে দক্ষিণ আফ্রিকা ধসে গেল তারও আগে। ভারত প্রথমে ব্যাট।করে নির্ধারিত ওভারে থামে ১৭২/৭এ। শিখর ধবন ও সুরেশ রায়নার ব্যাট থেকে আসে ৪৭ ও ৪৩ রান। ব্যর্থ ধোনিও।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা থামে ১৬৫/৬এ। তাদের হয়ে সর্বোচ্চ রান জেপি দুমিনির ৫৫। যর ফলে ৭ হোম টিমকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। ভারতের হয়ে জোড়া উইকেট ভুবনেশ্বর কুমারের। ম্যাচের সেরা হয়েছেন রায়না। সিরিজের সেরা ভুবনেশ্বর।