টি২০ র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ উঠে দু’য়ে যুজবেন্দ্র চাহাল

কোভিড আক্রান্ত চাহাল-গৌথমযুজবেন্দ্র চাহাল

জাস্ট দুনিয়া ডেস্ক: একলাফে ১২ ধাপ উঠে টি২০ বোলিং র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরে পৌঁছে গেলেন যুজবেন্দ্র চাহাল। শুধু তিনি নন, ওয়াশিংটন সুন্দর ১৫১ ধাপ উঠে পৌঁছে গেলেন৩১ নম্বরে। শ্রীলঙ্কায় ট্রাই সিরিজে সফল ভারতীয় বোলিং। যার ফলে এই উঠে আসা। রবিবার নিদাহাস ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তার পরই আইসিসি র‌্যাঙ্কিংয়ে ভারতের প্লেয়ারদের এই উত্থান আশাপ্রদ।

যুজবেন্দ্র চাহাল কেরিয়ারের সব থেকে বেশি রেটিং পয়েন্ট পেলেন। তাঁর রেটিং পয়েন্ট ৭০৬। ম্যান অব দ্য সিরিজ অফ-স্পিনার ওয়াশিংটন সুন্দরের রেটিং পয়েন্ট ৪৯৬। দুই স্পিনারই এই এই সিরিজে আটটি করে উইকেট পেয়েছেন। সুন্দর বেশিরভাগ সময় বল করেছেন পাওয়ার প্লেতে। দু’জনেরই একনমি রেট অনবদ্য, ৫.৭০। চাহালের সেটা ৬.৪৫। এছাড়াও শ্রীলঙ্কার আকিলা দানাঞ্জয়া, বাংলাদেশের রুবেল হোসেন ও ভারতের শার্দুল ঠাকুর ও  জয়দেব উনাদকট অনেকটাই উঠে এসেছে। এঁরা সকলেই তাঁদের কেরিয়ারের সেরা রেটিংয়ে পৌঁছেছে।

দুরন্ত জয় ভারতের, কে খেলল কেমন

উনাদকট ২৬ ধাপ উঠে ৫২ ও শার্দুল ৮৫ ধাপ উঠে ৭৬ নম্বরে রয়েছেন। দু’জনের রেটিং পয়েন্ট ৪৩৫ ও ৩৫৮। ব্যাটসম্যানদের মধ্যে শিখর ধবন, কুশল পেরেরা, মণীশ পাণ্ডে, মুশফিকুর রহিম, কুশল মেন্ডিস ও দীনেশ কার্তিকও র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। ফাইনালে দারুণ খেলে দলকে চ্যাম্পিয়ন করা কার্তিক ১২৬ ধাপ উঠে জায়গা করে নিয়েছে ৯৫ নম্বরে। রয়েছেন তাঁর কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট ২৪৬এ। কুশল পেরেরা ও মেন্ডিস ২০ ও ২৭ ধাপ করে উঠে  জায়গা করে নিয়েছে ২০ ও ৪৮ নম্বরে। এই টুর্নেমেন্টে সর্বোচ্চ রান পেরেরারই (২০৪)।  তার মধ্যে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। মেন্টিসের রান ১৩৪। রয়েছে দুটো হাফ সেঞ্চুরি।

শামি নিয়ে কী বললেন আলিশবা ও হাসিন

বোলিংয়ের শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। যুজবেন্দ্র চাহাল ছাড়া প্রথম ১০এ আর কোনও ভারতীয় নেই। ব্যাটিংয়ের শীর্যে রয়েছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। প্রথম পাঁচে নেই কোনও ভারতীয়। বিরাট কোহালি এই সিরিজে না থাকায় নেমে গিয়েছেন র‌্যাঙ্কিংয়ে। তবুও রয়েছেন আট নম্বরে।  অল-রাউন্ডারের তালিকায়ও নেই কোনও ভারতীয়। বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন তিন নম্বরে। মাহমুদুল্লাহ রয়েছেন সাতে।

টিম র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতের রেটিং পয়েন্ট ১২৪। শীর্ষে রয়েছে পাকিস্তান। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। চারে নিউজিল্যান্ড। পাঁচে ওয়েস্ট ইন্ডিজ। টি২০তে তিন নম্বরে থাকলেও ভারত টেস্ট ও ওয়ান ডেতে শীর্ষেই রয়েছে।