চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, মুখোমুখি রিয়েল মাদ্রিদ-লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

জাস্ট দুনিয়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, রিয়েল মাদ্রিদ বনাম লিভারপুলের লড়াই।  দ্বিতীয় লেগ সেমিফাইনালে জয় এল ঠিকই কিন্তু ফাইনালের দরজা খোলা হল না রোমার। দুই লিগ মিলিয়ে ৬-৭এ হেরে যেতে হল রোমাকে। প্রথম লেগেরই প্রতিচ্ছবি দেখা গেল দ্বিতীয় লেগে। কিন্তু ফল ঠিক উল্টো। ভাগ্যিস লিভারপুল প্রথম ম্যাচ ৫-৩ গোলে জিতে রেখেছিল। যে কারণে বুধবার ২-৪ গোলে ম্যাচ হেরেও ফাইনালে রিয়েল মাদ্রিদের মুখোমুখি লিভারপুল।

শুরুতেই এগিয়ে গিয়েছিল লিভারপুর। অ্যানফিল্ডে একাধিক গোল নষ্ট করার খেসারত দিলেন এদিন সাদিও মানে। শুরুতেই স্টাডিও অলিম্পিকোতে  দিলেন গোল করে আগের দিন গোল নষ্টের হিসেব চুকিয়ে দিলেন তিনি। ম্যাচ শুরুর ন’মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মানে। লিভারপুলই অবশ্য রোমাকে সমতায় ফিরতে সাহায্য করে সেম সাইড গোল করে। ১৫ মিনিটে ক্লিয়ার করা বল জেমস মিলনারের মুখে লেগে চলে যায় তাঁর নিজেরই গোলে। কিছুই করার ছিল না সেই সময়।

শেষ বাঁশি বাজেতেই উচ্ছ্বাসের বিস্ফোরণ ঘটল

২৫ মিনিটে আবার এগিয়ে যায় লিভারপুল। কর্নার থেকে বক্সের মধ্যে উড়ে এসেছিল বল। কিন্তু সেই বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হয় রোমা ডিফেন্স। বরং এক ডিফেন্ডার তাঁর নিজের গোলের দিকেই বল ঠেলে দেন। সামনেই ছিলেন জর্জিনো উইজনালদাম। সহজেই সেই বল গোলে ঠেলেন তিনি। ২-১ গোলে এগিয়ে যায় লিভারপুল। ২-১ গোলে এগিয়ে থাকা লিভারপুল যে ম্যাচ শেষে চার গোল হজম করে বসবে তা কী আর ভেবেছিলেন ফাইনালিস্টরা।

কিন্তু হল তেমনটাই। প্রথমার্ধ শেষ হল রোমা ১, লিভারপুল ২ (৩-৭) এ। দ্বিতীয়ার্ধটা পুরোটাই ছিল রোমার। দরকার ছিল আরও চার গোল। তার প্রথমটা ৫২ মিনিটে দিয়েছিলেন এডেন জেকো। ম্যাচে সমতায় ফিরিয়েছিলেন রোমাকে। সঠিক পথেই এগোচ্ছিল রোমা। এর পরও দরকার ছিল আরও তিন গোল। কিন্তু সেটা আর হল না। দু’গোল পর্যন্ত গিয়ে থেমে যেতে হল।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

ম্যাচ শেষে কোচের দৌড়

২-২ হওয়ার পর থেকেই আবার খেলার রাশ নিজের দখলে নিতে শুরু করে লিভারপুল। গোল না পেলেও রোমাকে জিততে দেয়নি। যদিও গোল হজমও আটকাতে পারেনি শেষ বেলায়। ৮৬ মিনিটে নাইনগোলান গোল করে ৩-২ করেন।  তখনও মোট ফল ৫-৭। এখান থেকে আরও দু’গোল দরকার ছিল রোমার। সেই সুযোগ চলে এসেছিল যখন পেনাল্টি পেয়ে গিয়েছিল রোমা। ম্যাচ তখন শেষ বাঁশির অপেক্ষায়। পেনাল্টি থেকে গোলও করেন নাইনগোলান। কিন্তু এর পর আর সময় ছিল না এগিয়ে যাওয়ার। তার পরই ম্যাচ শেষের বাঁসি বেজে যায়। ৪-২ গোলে দ্বিতীয় সেমিফাইনাল জিতে রোমাকে হেরে যেতে হল ৬-৭ গোলে। উচ্ছ্বাসের বাধ ভাঙল লিভারপুলের।