গৌতম গম্ভীর অধিনায়কত্বের সঙ্গে ছাড়লেন পুরো টাকাও

গৌতম গম্ভীর

জাস্ট দুনিয়া ডেস্ক: অভিনব সিদ্ধান্ত নিলেন দিল্লি ডেয়ার ডেভিলস অধিনায়ক গৌতম গম্ভীর। দলের ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব তো ছাড়লেনই। সঙ্গে ছেড়ে দিলেন নিজের পুরো স্যালারি। এমনটা আইপিএল-এর ইতিহাসে এর আগে কখনও হয়নি। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলেছে দিল্লি। জিতেছে মাত্র একটিতেই। চূড়ান্ত ব্যর্থ দল। অধিনায়ক হিসেবে সেই দায় নিজের কাঁধেই তুলে নিয়েছে গম্ভীর।

এটা আমার সিদ্ধান্ত। আমি দলের জন্য অনেকটা করতে পারিনি। এই দলের অধিনায়ক হিসেবে দায়টা আমাকেই নিতে হবে। আমার মনে হয় এটাই সঠিক সময়।

এ বার পুরো মরসুমের জন্য তাঁকে ২ কোটি ৮০ লাখে কিনে নিয়েছিল তাঁর হোম ফ্র্যাঞ্চাইজি। সেই পুরো টাকাটাও না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর। সাকুল্যে গম্ভীরের ব্যাট থেকেও এসেছে মাত্র ৮৫ রান। প্রথম ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ। কিন্তু খেলে যাবেন পুরো মরসুম, এমনটাই জানিয়েছেন তিনি। গম্ভীর ছাড়ায় দিল্লির অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে শ্রেয়াস আয়ারের হাতে। অধিনায়কত্ব পেয়ে শ্রেয়াস বলেন, ‘‘আমি দলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার জন্য। আমার জন্য এটা সম্মানের।’’

বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

গত বছর ১৪টি ম্যাচের মধ্য মাত্র ছ’টিই জিতেছিল দিল্লি। শেষ করেছিল ছ’নম্বরে। এ বারও শুরুটা ভাল হয়নি। এ বার যোগ্যতা নির্ণায়ক পর্বে যাওয়াটাই কঠিন হয়ে গিয়েছে দিল্লির। ছ’ম্যাচ থেকে মাত্র একটিই জয় এসেছে। বুধবার ফিরোজ শাহ কোটলায় সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, ‘‘এটা আমার সিদ্ধান্ত। আমি দলের জন্য অনেকটা করতে পারিনি। এই দলের অধিনায়ক হিসেবে দায়টা আমাকেই নিতে হবে। আমার মনে হয় এটাই সঠিক সময়।’’

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, গৌতম গম্ভীর তাদের দলের গর্ব। এটা তাঁর ব্যাক্তিগত সিদ্ধান্ত। কিংস একাদশ পঞ্জাবের বিরুদ্ধে হারের পরই এই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন গম্ভীর। গম্ভীর বলেন, ‘‘ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। আমাকে ভাবতে হবে। আমাকে বুঝতে হবে আমার খেলাটা কোন দিকে যাচ্ছে।’’ বুধবার ফিরোজ শাহ কোটলায় সাংবাদিক সম্মেলনে এসে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন গম্ভীর। অতীতে গৌতম গম্ভীরের হাত ধরে ট্রফি এসেছে কলকাতা নাইট রাইডার্সের ঘরে। এ বার কলকাতা তাঁকে রাখেনি। ফিরে গিয়েছিলেন পুরনো দলে। কিন্তু ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ছেড়ে নজির গড়লেন ভারতের এই প্রাক্তন ওপেনার।