কমনওয়েলথ গেমস ২০১৮: পঞ্চম দিন দারুণ গেল ভারতের

কমনওয়েলথ ঘোষ ২০১৮মেহুলি ঘোষ ও জিতু রাই।

জাস্ট দুনিয়া ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০১৮, দারুণ গেল ভারতের প্রথম দিন। সোমবার গোল্ড কোস্টে সোনা জিতেই দিন শুরু করলেন শুটার জিতু রাই। আর শেষ করল ভারতের ব্যাডমিন্টনের মিক্স টিম ইভেন্টে সোনা জিতে। সঙ্গে মেহুলি ঘোষের রুপো। মোট ১৯টি পদক জিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর তিন নম্বরে উঠে এল ভারত।

সোমবার সকালে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতে দিন শুরু করেন জিতু রাই। গেমস রেকর্ড করে ২৩৫.১ পয়েন্টে সোনা জেতেন তিনি। একই বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের ওম মিথার্ভাল। তাঁর পয়েন্ট ২১৪.৩। এর পর মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে রুপো জিতে তাক লাগিয়ে দেন ১৭ বছরের মেহুলি ঘোষ। অল্পের জন্য সোনা হাতছাড়া হয় মেহুলির। সেই একই বিভাগে ব্রেোঞ্জ জেতেন অপূর্বী চান্ডেলা।

মেহুলির সাফল্যে আমি খুশি কিন্তু ওকে এখনও অনেকটা রাস্তা যেতে হবে। এ তো সবে শুরু। পদক নয় আসল তো নিজের সেরাটা দেওয়া। ওটা দিতে পারলে পদকও আসবে, নামও হবে। —জয়দীপ কর্মকার (অলিম্পিয়ান ও মেহুলি ঘোষের কোচ)

গ্লাসগো কমনওয়েলথ গেমসে চার বছর আগে সোনা জয়ী অপূর্বীকে সন্তুষ্ট থাকতে হল ব্রো়ঞ্জ জিতেই। সেষ মুহূর্তে তাঁকে ছাপিয়ে যান মেহুলি। অপূর্বী শেষ করেন ২২৫.৩ পয়েন্টে। মেহুলির পয়েন্ট সেখানে ২৪৭.২।

কমনওয়েলথ গেমস ২০১৮

ভারতের সোনাজয়ী ব্যাডমিন্টন দল।

ভারোত্তলনে ১০৫ কেজি বিভাগে রুপো জিতলেন প্রদীপ সিং। ২২ বছরের প্রদীপ মোট ৩৫২ (স্ন্যাচে ১৫২ ও ক্লিন অ্যান্ড জার্কে ২০০ কেজি) কেজি তোলেন। রবিবার মহিলাদের টেবল টেনিসে সোনা জিতেছিলেন মৌমা দাসরা। আর সোমবার সেই ধারা ধরে রাখলেন ভারতীয় টেবল টেনিসের পুরুষ দল। ৩-০তে তারা হারিয়ে দিল নাইজেরিয়াকে। শরথ কমল ৪-১১, ১১-৫, ১১-৪ ও ১১-৯এ হারালেন বোরে আবিওদুনকে। এর পর সাথ্যিয়ান জ্ঞ্যানাসেকরন ২-০ করেন। শেষ কাজটি করে যান জবলসে সাথ্যিয়ান ও হরমিত দেশাই।

অসাধারণ অ্যাচিভমেন্ট। মালয়েশিয়াকে আমরা চোখে চোখ রেকে হারাতে পারি এটা কয়েক বছর আগে পর্যন্তও ভাবা যেত না। আজকে সেটা করে দেখিয়েছে ভারত। আমি উচ্ছ্বসিত। —পুলেল্লা গোপীচাঁদ (কোচ ভারতীয় ব্যাডমিন্টন দলের)

এদিকে, কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের এই প্রথম সোনা জয় ব্যাডমিন্টনের মিক্স টিম ইভেন্টে। মালয়েশিয়াকে ১-৩এ হারিয়ে সোনা জয় অশ্বিনী পোনাপ্পা, সাত্ত্বিক রাঙ্কিরেড্ডি, কিদাম্বি শ্রীকান্ত ও সাইনা নেহওয়াল। ২৪ ঘণ্টা আগেই ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন মনু ভাকের ও রুপো জেতেন হিনা সিধু। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন রবি কুমার।

কমনওয়েলথ গেমস ২০১৮।

ভারতের সোনা জয়ী টেবল টেনিস দল।

১০টি সোনা, চারটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ নিয়ে ভারত এখন পদক তালিকার তিন নম্বরে। মোট পদক ১৯। ভারতের আগে রয়েছে অস্ট্রেলিয়া (১০৬) ও ইংল্যান্ড (৬৩)। ভারতের পরেই রয়েছে নিউজিল্যান্ড। পাঁচে দক্ষিণ আফ্রিকা। কানাডা নেমে গেল ছ’নম্বরে।

রেকর্ডে লিয়েন্ডার পেজ