কমনওয়েলথ গেমস ২০১৮: সোনার হ্যাটট্রিক সুশীলের

অলিম্পিয়ান সুশীল কুমার

জাস্ট দুনিয়া ডেস্ক: জোড়া অলিম্পিক পদক। সঙ্গে কমনওয়েলথ গেমস ২০১৮ তে সোনা জয়ের পর হ্যাটট্রিকটি সেরে ফেললেন তিনি। সুশীল কুমারের হাত ধরে বার বার সমৃদ্ধ হয়েছে ভারতীয় কুস্তি। এ বারও তার অন্যথা হল না। নানা বিতর্ক, টানাপড়েনের পর কমনওয়েলথে গেলেন, মঞ্চে নামলেন, সোনা জিতলেন। এই নিয়ে পর পর তিন বছর। শুধু পদক নয়, সোনাই জিতলেন সুশীল কুমার। ২০১০ দিল্লি, ২০১৫ গ্লাসগো কমনওয়েলথের পর ২০১৮ গোল্ড কোস্ট।

২০০৮ বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ ও ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপো জেতেন তিনি। সুশীল এ দিন সোনা জিতে বলেন, ‘‘আমার দুটো অলিম্পিক্স পদক রয়েছে।আরও কারও সামনে কিছু প্রমাণ করার নেই। একটাই না হওয়া স্বপ্ন রয়েছে, লন্ডনে যার প্রায় কাছে পৌঁছে গিয়েছিলাম। আমি চাই দেশকে অলিম্পিক্সে সোনা দিতে।’’

তাঁর কমনওয়েলথ গেমসে যাওয়া নিয়েই এক সময় সঙ্কট তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গেলেন এবং সোনা জিতলেন। তিনি সুশীল কুমার। যাঁর ঝুলিতে রয়েছে জোড়া অলিম্পিক পদক।  তাঁর কমনওয়েলথ যাওয়া ভেস্তে যাওয়াটা দেশেরই ক্ষতি। শেষ পর্যন্ত তেমনটা হয়নি। কিন্তু সব সমস্যা কাটিয়ে তিনি গোল্ড কোস্টে পৌঁছলেন এবং সোনা জিতলেন ৭৪ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে।

কক পিট থেকে বন্দুক হাতে শুটিং রেঞ্জে

বৃহস্পতিবার সুশীল দক্ষিণ আফ্রিকার জোহানেস বোথাকে ৮০ সেকেন্ডে হারিয়ে দিলেন। স্কোর ১০-০। সুশীল গত ডিসেম্বরেই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছিলেন। তখন থেকেই দারুণ ফর্মে ছিলেন তিনি। এ বার সোনা জিতে সেই জয় তিনি উৎসর্গ করলেন হিমাচলে বাস দূর্ঘটনায় মৃত ছাত্র-ছাত্রীদের। সুশীল টুইটে লেখেন, ‘‘জীবনের থেকে বেশি মূল্যবান আর কিছুই নয়। এই জয় অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয় কিন্তু এটা সেই ছোট ছোট বাচ্চাদের জন্য আমার শ্রদ্ধার্ঘ যারা প্রাণ হারিয়েছে হিমাচল প্রদেশে।’’

অষ্টম দিনের শেষে পদক তালিকায় তিন নম্বরেই থাকল ভারত। সোনার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। সাতটি রুপো ও ১০টি ব্রোঞ্জ। মোট ৩১টি পদক জিতে তৃতীয় স্থানেই থেকে গেল ভারত। ৬২টি সোনা, ৪৬টি রুপো ও ৪৬টি ব্রোঞ্জসহ ১৫৪টি পদক নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তাদের দখলে ২৮টি সোনা, ৩১টি রুপো ও ২৫টি ব্রোঞ্জ। মোট পদক ৮৪।

এর মধ্যেই কমনওয়েলথের মিক্স টিম ইভেন্টে সোনা জিতে বিশ্ব ব্যাডমিন্টন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত।পুরুষদের সিঙ্গল বিভাগে শ্রীকান্তের পয়েন্ট ৭৬৮৯৫। দীর্ঘদিন শীর্ষে থাকা ভিক্টরকে হারাতে হয়েছে ১৬৬০ পয়েন্ট। যে কারণে তাঁকে ছাঁপিয়ে শীর্ষ স্থান দখল করে নিলেন কিদাম্বি। এর আগে ২০১৫তে এক নম্বরে পৌঁছেছিলেন সাইনা নেহওয়াল।