কমনওয়েলথ গেমস ২০১৮: প্রথম দিনের শেষে ভারত

মীরাবাই চানুর বায়োপিক

জাস্ট দুনিয়া ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০১৮ র শুরুটা করে দিয়েছিলেন ভারোত্তলক মীরাবাই চানুই। প্রথম দিনই ভারতের হয়ে সোনা তো এনেছেনই সঙ্গে প্রতি স্টেপেই নাম লিখিয়ে নিয়েছেন রেকর্ডে। ছ’বার ভার তুলেছেন ছ’বারই রেকর্ড করেছেন তিনি।নিজের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন। সঙ্গে ভেঙেছেন গেমসের রেকর্ডও।

২৩ বছরের মীরাবাইয়ের ব্যাক্তিগত রেকর্ড ছিল ১৯৪ এবং গেমসের ছিল ১৭৫। সবকে ছাপিয়ে মীরা এ বার করলেন ১৯৬। এই বছরের শুরুতে ৪৮ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যাক্তিগত এই পয়েন্ট তুলে নিয়েছিলেন তিনি। কমনওয়েলথের রেকর্ড হয়েছিল ২০১০-এর দিল্লি গেমসে। সেই রেকর্ড করেছিলেন নাইজেরিয়ার অগাস্টিনা নোয়াকোলো। এতদিন সেই রেকর্ড ভাঙলেন এক ভারতীয়।

গত কমনওয়েলথে রুপো জিতেছিলেন চানু। এদিন চানুর আগেই রুপো জিতে ভারতকে পদক এনে দিয়েছিলেন পি গুরুরাজা। তিনিও তাঁর সেরা ওজনটাই তুললেন এবার। মোট তুললেন ২৪৯ কেজি। এই বিভাগে গেমসে রেকর্ড করে সোনা জিতলেন মালয়েশিয়ার মহম্মদ ইজহার আহমেদ। তিনি তুললেন ২৬১ কেজি। তৃতীয় গুরুরাজার থেকে এক কেজি কম শ্রীলঙ্কার চাতুরাঙ্গা। ৬২ কেজি বিভাগে ১৮ বছরের মুথুপান্ডি রাজা শেষ করলেন ষষ্ঠ স্থানে।

কমনওয়েলথ গেমস ২০১৮

রুপো জিতলে পি গুরুরাজ।

বক্সার মনোজ কুমার পুরুষদের ৬৯ কেজি বিভাগে এক তরফা ম্যাচে নাইজেরিয়ার ওসিতা উমেকে ৫-০ তে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করলেন। ১৩ জনের বক্সিং দলে মনোজ কুমারই এগিয়ে ভারতীয়দের মধ্যে।

ব্যাডমিন্টনে প্রথম দিন খুব ভাল গেল। বিশ্বের দ্বিতীয় কিদাম্বি শ্রীকান্ত মিক্স টিম গ্রুপ ‘এ’র ইভেন্টে নিজের ম্যাচটি দারুণভাবে জিতে নেন। ২১-১৬, ২১-১০এ তিনি হারান শ্রীলঙ্কার নিলুকা করুনারত্নেকে। মিক্সড ডাবলসে প্রনব চোপড়া ও রুথভিকা গাড্ডে লড়াই দারুণ লড়াই করে জিতলেন ২১-১৫, ১৯-২১ ও ২২-২০তে। দ্বিতীয় ম্যাচে শ্রীকান্ত জিতলেন স্ট্রেট সেটে। ম্যাচের ফল ২১-১৭, ২১-১৪। সাইনাও জিতলেন সহজে। ২১-৮, ২১-৪-এ তিনি হারালেন মধুশিকা দিলরুকশিকে। দিনের শেষ হয় অশ্বিনী পোনাপ্পা ও সিক্কি রেড্ডির জয় দিয়ে। ম্যাচের ফল ২১-১২, ২১-১৪।

একগুচ্ছ বিতর্ক নিয়ে শুরু হয়ে গেল কমনওয়েলথ গেমস

টেবল টেনিস টিম ইভেন্টে শ্রীলঙ্কাকে ৩-০তে হারিয়ে দিল ভারত। ভারতের সেরা প্যাডলার মনিকা বাত্রা ১১-৩। ১১-৫, ১১-৩এ জয় দিয়ে শুরু করেন। সুতীর্থা মুখোপাধ্যায় ১১-৫, ১১-৮, ১১-৪এ জিতে নেন দ্বিতীয় ম্যাচ। শেষ কাজটি করে দেন সুতীর্থা ও পুজার ডবলস জুটি।

কমনওয়েলথ গেমস ২০১৮

এগোলেন মনোজ কুমার।

হকিতে ভারতের দিন অবশ্য ভাল গেল না। ওয়েলসের কাছে ৩-২ গোলে হেরে গেল ভারতের মেয়েরা। প্রথমার্ধেই দু’গোল হজম করে দ্বিতীয়ার্ধে নেমেছিল ভারত। দ্বিতীয়ার্ধে রানী রামপাল ও নিক্কি প্রধানের গোলে সমতায় ফেরে ভারত। কিন্তু শেষরক্ষা হয়নি। স্কোয়াশে আজ ভারতের মিশ্র দিন। জোশনা চিনাপ্পা, দীপিকা পাল্লিকাল ও বিক্রম মালহোত্রা রাউন্ড অফ ১৬তে পৌঁছে গিয়েছেন। কিন্তু হারের মুখ দেখতে হয়েছে সৌরভ ঘোষাল ও হরিন্দর পাল সান্ধুকে হারের মুখ দেখতে হয়েছে।

অন্যদিকে, সাইক্লিংয়ের তিনটি ইভেন্টেই হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। চার হাজার মিটারে অমৃথা রঘুনাথ, মনোরমা দেবী, সোনালী মায়ানগ্লাবাম ও দেবোরা হেরল্ড শেষ করেন সপ্তম স্থানে। টিম স্প্রিন্ট ইভেন্টে হেরল্ড ও আলিনা ষষ্ঠ স্থানে শেষ করেন। পুরুষদের টিম ইভেন্টে সপ্তম স্থানে শেষ করে ভারত। সাঁতারে ভীরধবল খাঁড়ে অষ্টম স্থানে শেষ করেন। এ ছাড়া সাঁতারের সব ইভেন্টেই ভারতের ভরাডুবি হয়েছে।