এ ভাবেও ফিরে আসা যায়!

একটা সময় এসেছিল যখন গোটা বিশ্বের মনে হয়েছিল এ বার থামা উচিত ফেডেরারের। কিন্তু তার মধ্যেই দাতে দাত চেপে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। বার বার ব্যর্থ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি। আর গোটা বিশ্বকে চমকে সেই ফেডেরার ৩৬ বছর বয়সে আবার টেনিস দুনিয়ার সিংহাসনে ফিরলেন।

আগে থেকেই জানা ছিল, সেই মতো অপেক্ষায় ছিল সব্বাই। রটারডামছ রবিন হাসকে হারাতেই সব অপেক্ষার বাধ ভাঙল। নাদালকে স‍রিয়ে টেনিসে আবার এক নম্বরে রজার ফেডেরার। এক নম্বর হয়ে রজার বলেন, “প্রায় ৩৭ বছরে এক।নম্বর। হওয়া আমার কাছে স্বপ্নের মতো।”

হিসেব বলছিল এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল জিতলেই পাঁচ বছর পর আবার শীর্ষে উঠতে পারবেন তিনি। শেষ আটে প্রথম সেট হেরে গেলেও দ্বিতীয় ও তৃতীয় সেটে আর জায়গা দেননি রজার।

গত বছর অস্ট্রেলিয়ান ওপেন থেকে ঘুরে দাঁড়ানোর শুরু। পাঁচটি গ্ৰ‍্যান্ডস্লামের মধ্যে তিনটিই জিতে নিয়েছিলেন রজার। ফেডেরার বলেন, “কেরিয়ারের শুরুতে স্রেফ ভাল খেলে এক নম্বর হ ওয়া যায়। কিন্তু পরে পরিস্থিতিটা বদলায়। অন্য কারও থেকে কেড়ে নিতে হয়। আরও বয়স বাড়লে একে পৌছত অনেকবেশি খাটতে হয়। তাই এটাই আমার সেরা।”