একটা জয় বদলে দিতে পারে লিগের হিসেব

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাই এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। তার আগে আজ নিজেদের মাঠে অনুশীলন করল কাটসুমি- আমনারা। তিন পয়েন্ট পেতে মরিয়া খালিদ জামিল জোড় দিলেন ডিফেন্সিভ অর্গানাইজেশনের উপর। লালহলুদের জাপানি ফুটবলার কাটসুমি ইউসা বলেন, ‘‘পুরো দল চেন্নাই ম্যাচের দিকে তাকিয়ে। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। এই সময় সকলের সহযোগিতা দরকার।’’

চোদ্দ বছর আইলিগ ট্রফি নেই লালহলুদে। এটা প্রায় বনবাসের মতই। বার বার শুনতে হয় ঘুরে ফিরে। সদস্য, সমর্থক, কর্মকর্তারাও হতাশ। কাটসুমি বলেন, ‘‘এই চাপ আমাদেরকেও নিতে হবে । পেশাদার ফুটবলার হিসেবে এটা আমাদেরও দায়িত্ব ও কর্তব্য। তবে জুনিয়র ফুটবলারদের চাপে রাখতে চাই না। সিনিয়র হিসেবে আমাদেরকেই আরও বেশি দায়িত্বশীল হতে হবে।’’ পুরো টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের জার্সিতে সব থেকে বেশি মরিয়া দেখিয়েছে এই কাটসুমিকেই।

দলের জুনিয়র ফুটবলারদের এ ভাবেই চাপমুক্ত রাখতে চাইছেন তিনি । বলছিলেন, ‘‘জুনিয়র ফুটবলারদের বলেছি খেলাটাকে দু’ভাগে ভাগ করে নাও। প্রথম ৪৫ মিনিট মনোসংযোগ করতে হবে। পরের অর্ধে সিনিয়ররা বেশি দায়িত্ব নেবে।’’ তিনি আরও বলেন, ‘‘স্ট্রাইকাররা গোল মিস করলে সমালোচনা বেশি হয়। এটাই ফুটবলের নিয়ম। তবে ডুডু যে কোনও ম্যাচেই গোলে ফিরতে পারে। মিডফিল্ড থেকে বল বাড়ালে ও গোল করবেই।’’

চেন্নাই এফসির নিয়ে কাটসুমি বলেন, ‘‘ওদের স্ট্রাইকার ও মিডফিল্ডাররা ভাল। ওদের উপরে কোনও চাপ নেই। ওরা অনেক খোলা মনে খেলতে পারবে। আমরা জিতলেই অন্য দলের উপর চাপ বাড়বে। তবে ফুটবলে একার উপর কিছু নির্ভর করে না। এটা ১১ জনের খেলা। দলের সতীর্থদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’’

গোকুলাম ম্যাচে গোল খাওয়া নিয়ে ডিফেন্ডারদের সমালচনা হয়েছে প্রচুর। তবে ইস্টবেঙ্গলের মিডফিল্ডার বলেন, ‘‘শুধু ডিফেন্ডারদের দোষারোপ করে কি হবে? এটা গোটা দলেরই গাফিলতি । মিডফিল্ডাররাও এর দায় এড়াতে পারে না। নিজেদেরকেই এই ভুলের সমাধানসূত্র বের করতে হবে। কাল কোনওভাবেই মনোসংযোগ হারালে চলবে না।’’

বারাসত স্টেডিয়ামে শেষ দুটো হোম ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। তবে চেন্নাইয়ের বিপক্ষে নামতে হবে ঘাসের মাঠে । কাটসুমি যদিও বলে গেলেন, ‘‘ ঘাসের মাঠে সব পেশাদার ফুটবলাররাই খেলতে পছন্দ করে। বারাসত ও যুবভারতী, দুটো মাঠেরই মাপ এক। তাই সমস্যা হবে না।’’ কাটসুমি আশাবাদী কালকের ম্যাচে আসবে তিনপয়েন্ট । জিতেই সব সমালোচনার জবাব দিতে চান কাটসুমি।