আইপিএল ২০১৮: চিনে নিন আপনার পছন্দের দলকে

আইপিএল ২০১৮

জাস্ট দুনিয়া ব্যুরো: আইপিএল ২০১৮ শুরু হয়ে গিয়েছিল নিলামের সময় থেকেই৷ দল গোছানো থেকে শুরু করে রদ-বদল, চোট-আঘাত, বল-বিকৃতি কাণ্ড সব কিছুরই প্রভাব পড়েছে এই আইপিএল-এ৷ তার মধ্যেই শুরু হয়ে যাচ্ছে ১১তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ৷ সবাই প্রায় দল গুছিয়ে নেমে পড়েছে অনুশীলনে৷ একে একে যোগ দিচ্ছেন বিদেশিরা৷ এ বার শুধু লড়াইয়ের ময়দানে নেমে পড়ার অপেক্ষা৷ তার আগে অবশ্য জেনে নিতে হবে কেমন দল গড়ল কোন ফ্র্যাঞ্চাইজি৷

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা

ব্যাটসম্যান
রোহিত শর্মা (অধিনায়ক), জেপি দুমিনি, এভিন লুইস, সিদ্ধেশ ল্যাড, শরদ লাম্বা, সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব।

অল-রাউন্ডার
বেন কাটিং, আকিলা দনঞ্জয়া, তাজিন্দর ধিলো, মায়াঙ্ক মারকান্দে, হার্দিক পাণ্ড্য, কেরন পোলার্ড, ক্রনাল পাণ্ড্য,  অনুকূল সুধাকর রয়।

উইকেট কিপার
ঈশান কিষান, আদিত্য তাঁরে।

বোলার
যশপ্রীত বুমরা, মুস্তাফিজুর রহমান, প্যাট কামিন্স,  রাহুল চাহার, প্রদীপ সাঙ্গওয়ান, মিচেল ম্যাকক্লেনাঘান, মোহসিন খান, এমডি নিধেশ।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিরাট কোহালি

ব্যাটসম্যান
বিরাট কোহালি (অধিনায়ক), এবি ডে ভিলিয়ার্স, সরফরাজ খান, ব্রেন্ডন ম্যাকালাম, মনন ভোরা, মনদীপ সিংহ।

অল-রাউন্ডার
ক্রিস ওকস, কোলিন দে গ্র্যান্ডহোম, মইন আলি, কোরে অ্যান্ডারসন, পবন নেগি, ওয়াশিংটন সুন্দর, পবন দেশপাণ্ডে, অনিরুদ্ধ জোশী।

উইকেট কিপার
কুইন্টন দে কক, পার্থিল পটেল।

বোলার
উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, কুলবন্ত খেজরোলিয়া, অনিকেত চৌধুরী, নবদীপ সাইনি, মুরুগান অশ্বিন, মহম্মদ সিরাজ, টিম সাউদি।


কলকাতা নাইট রাইডার্স

দীনেশ কার্তিক

ব্যাটসম্যান
রবিন উথাপ্পা, ক্রিস লিন, নীতিশ রানা, ইশাঙ্ক জাগ্গি, শুবমন গিল, ক্যামেরন দেলপোর্ট, রিঙ্কু সিংহ, অপূর্ব ওয়াংখাড়ে।

অল-রাউন্ডার
আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কমলেশ নাগরকোটি,  জাভন সার্লেস।

উইকেট-কিপার
দীনেশ কার্তিক (অধিনায়ক)।

বোলার
পীযুশ চাওলা, কুলদীপ যাদব, বিনয় কুমার, শিবম মাভি, মিচেল জনসন, টম কুরান।


কিংস একাদশ পঞ্জাব

আইপিএ ২০১৮

রবিচন্দ্রন অশ্বিন

ব্যাটসম্যান
ডেভিড মিলার, করুণ নায়ার, মায়াঙ্ক আগরওয়াল, মনোজ তিওয়ারি, ক্রিস গেল, অক্ষদীপ নাথ, লোকেশ রাহুল, অ্যারন ফিঞ্চ (এই মুহূর্তে দলে যোগ দিতে পারছে না)।

অল-রাউন্ডার
অক্ষর পটেল, যুবরাজ সিংহ, মার্কাস স্তইনিস, প্রদীপ সাহু, মায়াঙ্ক দাগার, মনজুর দার।

বোলার
রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অঙ্কিত রাজপুত, মোহিত শর্মা, মুজিব জার্দান, বারিন্দর স্রান, অ্যান্ড্রু টাই, বেন দোয়াকশুইস।


সানরাইজার্স হায়দরাবাদ

কেন উইলিয়ামসন

ব্যাটসম্যান
শিখর ধবন, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মণীশ পাণ্ডে, রিকি ভুই, সচিন বেবি, তন্ময় আগরওয়াল।

অল-রাউন্ডার
সাকিব আল হাসান,  কার্লস ব্রেথওয়েট,  ইউসুফ পঠান, দীপক হুদা, মহম্মদ নবি, ক্রিস জর্ডন, বিপুল শর্মা, মেহদী হাসান।

উইকেট-কিপার
ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী।

বোলার
ভুবনেশ্বর কুমার,  রশিদ খান,  টি নটরাজন, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, সন্দীপ শর্মা,  বিল্লি স্তানলেক, বাসিল থাম্পি।


দিল্লি ডেয়ারডেভিলস

গৌতম গম্ভীর

ব্যাটসম্যান
গৌতম গম্ভীর (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, জেসন রয়, পৃথ্বী শ, গুরকিরাত সিংহ মান, মনজ্যোৎ কালরা।

অল-রাউন্ডার
ক্রিস মরিস, গ্লেন ম্যাক্সওয়েল, কোলিন মুনরো, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জয়ন্ত যাদব, অভিষেক শর্মা।

উইকেট-কিপার
ঋশভ পন্থ, নমন ওঝা।

বোলার
মহম্মদ শামি, কাগিসো রাবাডা, অমিত মিশ্রা, হর্শল পটেল, আবেশ খান, শাহবাজ নাদিম, ট্রেন্ট বোল্ট, সন্দীপ লামিচানে, সায়ন ঘোষ।


রাজস্থান রয়্যালস

অজিঙ্ক রাহানে

ব্যাটসম্যান
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, প্রশান্ত চোপড়া, আর্যমান বিরলা,

অল-রাউন্ডার
বেন স্টোকস,  স্টুয়ার্ট বিনি, ডারসি শর্ট, জোফরা আর্চার, অঙ্কিত শর্মা, শ্রেয়াস গোপাল, মহিপাল লোমরোর, যতীন সাক্সেনা।

উইকেট-কিপার
সঞ্জু স্যামসন, জোস বাটলার, হেনরিক ক্লাসেন।

বোলার
কৃষ্ণাপ্পা গৌথম, ধবল কুলকার্ণি, জয়দেব উনাদকট, অনুরিত সিংহ, জাহির খান পাকতিন, এস মিধুন, বেন লাফলিন, দুশ্মন্থ চামিরা।


চেন্নাই সুপার কিঙ্গস

এমএস ধোনি

ব্যাটসম্যান
সুরেশ রায়না, ফাফ দু প্লেসি, কেদার যাদব, অম্বাতি রায়াডু, ধ্রুব শোরে, মুরলী বিজয়।

অল-রাউন্ডার
ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, কর্ণ শর্মা, ক্ষিতিজ শর্মা, শেন ওয়াটসন।

উইকেট-কিপার
এমএস ধোনি(অধিনায়ক), স্যাম বিলিংস, এন জগদিশান।

বোলার
হরভজন সিংহ, ইমরান তাহির,  শার্দুল ঠাকুর, দীপক চাহার, কেএম আসিফ, লুঙ্গিসানি এনগিদি, কনিষ্ক শেঠ, মার্ক উড, মনু কুমার, চৈতন্য বিশনোই।

ধোনির পদ্মভূষণ বিশ্বকাপ জয়ের দিনই