আইপিএল এর ইতিহাসে প্রথম ডিআরএস ও অধিনায়কহীন উদ্বোধন

জাস্ট দুনিয়া ডেস্ক: আইপিএল এর ইতিহাসে একই দিনে দুটো নতুন ঘটনার ঘোষণা হয়ে গেল৷ এই প্রথম আইপিএল এর ইতিহাসে ব্যবহৃত হবে ডিআরএস৷ অন্যদিকে, এই প্রথম আইপিএল উদ্বোধনে দেখা যাবে না সব ফ্র্যাঞ্চাইজির অধিনায়কদের৷ পর পর খেলা হওয়ায় ৭ এপ্রিল উদ্বোধনের দিন মুম্বইয়ে থাকবেন না ৬ জন অধিনায়কই৷ থাকবেন শুধু সেই দুই দলের অধিনায়ক যাঁরা মুম্বইয়ে খেলবেন৷

দুটো সিদ্ধান্তই আইপিএল কমিটির৷ ৭ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল। ৬ এপ্রিল আট অধিনায়ককে নিয়ে একটা ভিডিও শ্যুট করা হবে। সেটাই দেখানো হবে উদ্বোধনী অনুষ্ঠানে৷ তার পরই ছয় অধিনায়ক ফিরে যাবেন যাঁর যাঁর নিজের দলের শহরে। আইপিএল-এর প্রথম ম্যাচে এ বার মুম্বইয়ে মুখোমুখি হচ্ছে মুম্বই ও চেন্নাই। যে কারণে এই দুই দলের অধিনায়ককেই শুধু দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানে।

এদিকে আইপিএল কমিটির চেয়ারম্যান রাজীব শুক্লা বুধবার জানিয়ে দিয়েছেন, এ বারের আইপিএল-এ ব্যবহার করা হবে ডিসিশন রিভিউ সিস্টেম। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে এই প্রথম। গত ডিসেম্বরে বিশাখাপত্তনমে বোর্ডের মিটিংয়েই ডিআরএস নিয়ে আলোচনা হয়েছিল। যেখানে ডোমেস্টিক পর্যায়ের ১০জন আম্পায়ার উপস্থিত ছিলেন। সেখানে ডেনিস বার্ণসের এই টেকনোলজির ব্যাপারে কোচ ও প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার পরবর্তীতে আম্পায়ারের ভূমিকায়ও দেখা গিয়েছে সেই পল রাইফেল তাদের বিস্তারিত বুঝিয়ে বলেন।

শামি কাণ্ড কোন মোরে দাড়িয়ে

অতীত বলছে, আইপিএল-এ এতদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার নিয়ম ছিল সব অধিনায়কদেরই। কিন্তু এবার কিছু ভুল সিদ্ধান্তের জন্যই নাকি এমনটা করা সম্ভব হল না৷ ৮ এপ্রিল আইপিএল-এর জোড়া ম্যাচ রয়েছে। বিকেল ৪টেয় হবে দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ। রাত ৮টায় বেঙ্গালুরু বনাম কলকাতা ম্যাচ। যে কারণে এই চার ফ্র্যাঞ্চাইজির অধিনায়কদের পক্ষে উদ্দোধনের দিন থাকা সম্ভব নয়। পিটিআই-এর খবর, ‘‘আইপিএল দলগুলির আরও ভেবে সব ঠিক করা উচিত ছিল। ওরা গৌতম গম্ভীর ও রবিচন্দ্রন অশ্বিনকে মুম্বই ডেকে আনছে সে দিন যার একদিন পর ওরা দুপুরে ম্যাচ খেলবে।’’

যদি গম্ভীর আর অশ্বিন উদ্বোধনে থাকেন তা হলে ওদের মুম্বই থেকে রাত ৯টায় দিল্লির বিমান ধরতে হবে। কারণ মুম্বই থেকে সন্ধের পর চণ্ডীগড়ের বিমান নেই। শনিবার দিল্লি পৌঁছে গেলেও রবিবার সকালে দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়া সম্ভব হবে না কারণ বিমান বন্দর বন্ধ থাকবে। সেই অবস্থায় চণ্ডীগড় পৌঁছতে হলে রাতেই গাড়িতে যেতে হবে। যেটা নিরাপদ নয়।

কত নম্বরে যুজবেন্দ্র চাহাল

এদিকে, নিজেদের তৈরি প্রতিবন্ধকতা যে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড ভাঙচে পারছে সেটাই বড় ব্যাপার৷ এই ভারতীয় বোর্ডই একটা সময় রেফারেল সিস্টেম ব্যবহারের বিরোধিতা করেছিল। শেষ পর্যন্ত ২০১৬তে ইংল্যান্ড সফরে গিয়ে এই টেকনোলজি ব্যবহার করে ভারত।

এ বার আইপিএল-এ চলে আসছে ডিআরএস পদ্ধতি। বিশ্বের যে কোনও টি২০ লিগে আইপিএল দ্বিতীয় যারা ডিআরএস ব্যবহার করতে চলেছে। এর আগে পাকিস্তান সুপার লিগে প্রথম ব্যবহার হয়েছে এই পদ্ধতি। এই টেকনোলজি ব্যবহারের সঙ্গেই আম্পায়ারদেরও সমস্যা অনেকটাই কমবে।