সৌরভ গঙ্গোপাধ্যায় থেমে গেলেন ধারাভাষ্য দিতে দিতে

সৌরভ গঙ্গোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় কমেন্ট্রি বক্সে বসে দেখলেন তাঁর দেশের হার। আর তখন তাঁর পাশে বসে রীতিমতো উচ্ছ্বাসে হাত পা ছুঁড়ছেন ইয়ান স্মিথ। যার পর আর কিছু বলতেই পারলেন না। একরাশ হতাশা হাসি দিয়ে ঢাকার চেষ্টা করছিলেন। ধোনির ছক্কায় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে তাঁর ভাললাগার কথা জানালেন ঠিকই। কিন্তু তার পরই বিদায়ের বাঁশি বেজে গেল ম্যানচেস্টারে। পর পর প্যাভেলিয়নে ফিরলেন সকলে। হেরে গেল ভারত। ২০০৩ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১১তে ভারতকে ট্রফি দিয়েছিলেন এমএস ধোনি। বিরাটকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল। যা সেমিফাইনালেই শেষ হয়ে গেল।