সন্তোষ ট্রফি: দারুণ জয়ে ফাইনালে কেরলের মুখোমুখি বাংলা

সন্তোষ ট্রফিসন্তোষ ট্রফির ফাইনালে বাংলা।

সন্তোষ ট্রফি সেমিফাইনাল

 বাংলা ২ (জিতেন, তীর্থঙ্কর) – কর্নাটক ০
কেরল ১ (আফদাল) – মিজোরাম ০

জাস্ট দুনিয়া ব্যুরো: আরও একবার সন্তোষ ট্রফি দেখছে বাংলা। দারুণ ছন্দে তারা। সন্তোষ ট্রফির গ্রুপ লিগের ম্যাচে টানা জিতে শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল। হয়তো কিছুটা আত্মতুষ্ট হয়েই। কিন্তু সেমিফাইনালে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কেটেই ফেলল বাংলা। শুক্রবার হাওড়া স্টেডিয়ামে কর্ণাটককে ২-০ গোলে হারিয়ে ফাইনালে কেরলের মুখোমুখি রঞ্জন চৌধুরীর বাংলা। রবিবার যুবভারতীতে সন্তোষ ট্রফির ফাইনালে লড়াইয়ে নামবে এই দুই দল।

এদিন শুরু থেকে সেই চেনা ছন্দে ছিল না বাংলা। প্রথমার্ধ তাই শেষ হয়েছিল গোলশূন্যভাবেই। কিন্তু বিরতিতে কোচের ভোকাল টনিকই বদলে দিল দলকে। ৫৭ মিনিটে জিতেন মূর্মূর গোলের পর অতিরিক্ত সময়ে ব্যবধান বারিয়ে যান তীর্থঙ্কর সরকার। তার সেই চেনা ফ্রিকিক। আর আবারও সেই চেনা সেলিব্রেশন। এই সন্তোষ ট্রফিতে গোলের পর যেটা খুব চেনা হয়ে গিয়েছে। সেই বেবেতোর স্টাইলে বাচ্চাকে কোলে দোলানোর ঢঙে। কারণ সদ্য বাবা হয়েছেন তীর্থঙ্কর।

৫৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে বল নিয়ে উঠে গিয়েছিলেন বাংলার মিডিও। বক্সের বাইরে থেকেই অধিনায়ককে লক্ষ্য করে বক্সের মধ্যে বল বারিয়েছিলেন সেই মিডিও। ভুল করেননি জিতেন। গোলকিপার সেই বল লক্ষ্য করে চলে এসেছিলেন প্রথম পোস্টে। কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগেই সেই বলে ছোট্ট টোকা জিতেনের। যা আটকাতে পারেননি কর্নাটকের কেউই। ১-০ গোলে এগিয়ে যায় বাংলা।

ইস্টবেঙ্গল অনুশীলন ঝামেলায় বিদেশি-স্বদেশীর

জয়ের খিদে আরও চাগিয়েই নেমেছিল বাংলা। যার ফল ম্যাচের শেষ মুহূর্তে আবারও গোল। পাঁচ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিল রেফারি।আর তার মধ্যেই তীর্থঙ্করের দুরন্ত ফ্রিকক সরাসরি চলে গেল গোলে। ৯২ মিনিটে বক্সের বাইরেই ফ্রিকিক পেয়ে গিয়েছিল বাংলা। সেখান থেকেই তীর্থঙ্করের বাঁ পায়ের শট গোলকিপারের মাথার উপর দিয়ে চলে বাঁদিকের পোস্ট আর ক্রসবারের কোনা ঘেঁষে চলে যায় গোলে। এখান থেকে কর্নাটকের ফেরার আর কোনও রাস্তাই ছিল না। তার আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল।

অন্য সেমিফাইনালে মিজোরামকে ০-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল কেরালা। মোহনবাগান মাঠে পরিবর্ত হিসেবে নামা আফদাল ভিকে ৫৪ মিনিটে গোল করে কেরলেন কেরলের জয় নিশ্চিত করেন। ২০১২-১৩ মরসুমে শেষবার ফাইনালে উঠেছিল কেরল। আবার এ বার। জয়ের জন্যই ঝাঁপাবে তারা। তবে তাদের মুখোমুখি হতে হবে ৩২ বারের চ্যাম্পিয়ন বাংলার সঙ্গে। তাও আবার তাদের ঘরের মাঠে।