নেইমারের চোট মনে করাল চার বছ‍র আগের এক ঘটনাকে

দলের যখন তাঁকে দরকার, তখনই চোট আর ছিটকে যাওয়া। সে রকমই আরও একটা সময় যেন ফিরে এল নেইমারের সামনে।
সেই চার বছর আগের স্মৃতি উসকে দিল আবার নেইমারের চোট। মাঠ ছাড়লেন স্ট্রেচারে করে।

ঠিক চার বছর আগে এমনই একটা চোট নেইমারকে ছিটকে দিয়েছিল বিশ্বকাপ থেকে।
কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার জুয়খন জুনিগা-র হাঁটুর ধাক্বায় কোমরের ভয়ঙ্কর চোট তাঁকে ছিটকে দিয়েছিল বিশ্বকাপ থেকেই। তার পর ব্রাজিলের সেই মর্মান্তিক হার। ৭ গোল হজমের সেই ম্যাচ লেখা রয়েছে ব্রাজিলের লজ্জার ইতিহাসে।

আবারও ফরাসি লিগের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে অনিশ্চিত হয়ে পড়লেন নেইমার।
প্রথম লেগের ম্যাচ রিয়েল ৩-১ এ জিতে নেওয়ায় পিএসজির জন্য রাস্তা আরও বেশি কঠিন হয়ে গিয়েছে। তার উপর যদি নেইমার না খেলতে পারেন, তা হলে পিএসজি শিবিরের জন্য তা বড় ধাক্বা।

ফরাসি লিগে মার্সেইয়ের বিরুদ্ধে যদিও ৩-০তে ম্যাচ জিতে নিয়েছে। কিন্তু গোড়ালি মচকে যাওয়ায় মাঝপথেই মাঠ ছাড়েন নেইমার। যদিও সোমবার থেকেই নিজেকে ফিট করে তোলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। পিএসজির ত‍রফে জানানো হয়েছে পা মচকে যাওয়ায় পেশিতে চোট লেগেছে।
আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে। তবে সুস্থ হয়ে নেইমারের ফেরার ব্যাপারে আশাবাদী দল। নেইমার না ফিরলে রোনাল্ডো-নেইমার ফুটবল দ্বৈরথও আরও এক বার দেখা হবে না বিশ্ব ফুটবলের