গড়াপেটা করেননি শামি, অভিযোগ থেকে মুক্তি বাংলার পেসারের

Mohammad Shamiমহম্মদ শামি

জাস্ট দুনিয়া ব্যুরো: গড়াপেটা করেননি তিনি, জানিয়ে দিল বোর্ড৷ ভারতীয় পেসার মহম্মদ শামির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। তাঁর মধ্যে একাধিক নারী সঙ্গ থেকে স্ত্রীকে খুনের হুমকিও ছিল। তা নিয়ে লালবাজারেও অভিযোগ করেন তিনি। দেন গোপন জবানবন্দি। তার মধ্যেই যে পাকিস্তানি মহিলাকে নিয়ে সব থেকে বেশি প্রশ্ন তুলেছিলেন হাসিন সেই আলিশবাও মুখ খোলেন।

ইতিমধ্যেই হাসিনের বিভিন্ন অভিযোগ থেকে সংশয়ের তৈরি হয়, শামি ম্যাচ গড়াপেটায়ও যুক্ত। সুপ্রিম কোর্ট নিয়োজিত সিওএ বোর্ডের দুর্নীতি দমন শাখাকে আবেদন জানায় এই বিষয়ে যযোপযুক্ত তদন্ত করতে। সেই মতো শামিকে ডেকে পাঠিয়ে প্রায় দু’ঘণ্টা কথা বলেন নীরজ কুমার। শেষ পর্যন্ত তার ফল যা এল তাতে স্বস্তিতে শামি।

গড়াপেটার অভিযোগ থেকে মুক্তি দেওয়া হল শামিকে। সঙ্গে ফিরিয়ে নেওয়া হল বোর্ডের সেন্ট্রাল চু্ক্তিতেও। গ্রেড ‘বি’তে রাখা হয়েছে তাঁকে। নতুন নিয়মে তাঁরা পাবেন তিন কোটি টাকা। এদিন গড়াপেটার অভিযোগ থেকে মুক্তি পেয়ে শামি বলেন, ‘‘এটাই আমার বড় জয়। আমি জানতাম, আমি নির্দোষ। সঠিক তদন্ত হলে সত্যিটা উঠে আসবে। তাই অপেক্ষা করছিলাম।’’

শামির পথেই সৌম্যজিতের বিরুদ্ধে অভিযোগ

দীর্ঘ ১৫ দিন কম টানাপড়েনে কাটাতে হয়নি তাঁকে। অনুশীলন করেছেন কিন্তু শান্তি পাননি। অভিযোগের পাহাড় জমেছে তাঁর বিরুদ্ধে। পাকিস্তানি মহিলার সঙ্গে সম্পর্ক ও ব্রিটেনের এক ব্যবসায়ীর থেকে টাকা নেওয়ার অভিযোগ আসতেই নড়েচড়ে বসে বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত শামির পক্ষেই গিয়েছে বোর্ডের তদন্তের ফল। এবার তিনি জাতীয় দল এমনকী আইপিএল-এ দিল্লির হয়েও খেলতে পারবেন তিনি। কিন্তু শামির অনুরোধ পারিবারিক বিষয় নিয়ে যেন আর কেউ জলঘোলা না করে। তিনি তার প্রভাব খেলায় পড়ুক চান না। এখন তিনি খেলায় মন দিতে চান।

এ প্রসঙ্গে হাসিনের এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। গড়াপেটার অভিযোগ থেকে মুক্তি পেলেও বাকি অভিযোগ এখনও রয়েছে। কিছুদিন আগেই হাসিন জানিয়েছিলেন, যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাসিনের কার্ডও ব্লক করে দিয়েছেন শামি। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতে চেয়েছেন হাসিন। গোপন জবানবন্দি দেওয়ার পরও তিনি গিয়েছিলেন কালীঘাটের বাড়িতে। কিন্তু দেখা হয়ন্ মুখ্যমন্ত্রীর সঙ্গে। হাসিনের তরফে যাবতীয় তথ্যও পাঠানো হয়েছিল বোর্ডের কাছে। কিন্তু গড়াপেটা বিষয়ে তা কাজে লাগল না। শামি বলেন, ‘‘আমি অনুশীলনের মধ্যেই ছিলাম। কিন্তু ১৫ দিনের যে ঝড় গেল তা থেকে ফিরতে একটু সময় লাগবে। সেই চেষ্টাই করছি।’’