খারাপ ফলের দায় নিয়ে মোহনবাগান ছাড়লেন ক্রোমা

তাঁকে এখনই ছেঁটে ফেলার পরিকল্পনা ছিল এমনটা নয়। কিন্তু, তার আগেই মোহনবাগান ছাড়লেন আনসুমনা ক্রোমা। টানা তিন ম্যাচে ড্র ও চতুর্থ ম্যাচে হারের পর ক্লাব তাঁবু থেকেই দলের হেড কোচের দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন মোহনবাগানকে আই লিগ দেওয়া কোচ সঞ্জয় সেন। এর পর রাত পোহাতেই কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তীর হাতে।
নতুন কোচ দায়িত্ব নিয়েই ম্যাচ জেতায় মোহনবাগানকে। কিন্তু পরের ম্যাচেই ঘরের মাঠে মিনার্ভার মতো নতুন দলের কাছে হেরে যেতে হয় মোহনবাগানকে। তার পরই স্টেডিয়ামেই দলের সঙ্গে আলোচনায় বসেন ক্লাব কর্তারা। সেখানেই কিছু ইঙ্গিত পেয়েছিলেন ফুটবলাররা। যেখানে দেবাশিস দত্তরা বুঝিয়ে দেন তাঁরা বেশ কয়েক জনকে ছেঁটে ফেলতে চাইছেন। সেই তালিকায় যে দিপান্দা ডিকা থাকবেন সেটাও স্পষ্ট হয়ে যায়।
কিন্তু তার এক দিন পরেই ক্লাব কর্তারা কিছু বলার আগে নিজেই ক্লাবে গিয়ে জানিয়ে দেন, তিনি আর থাকছেন না দলের সঙ্গে। কারণ, তিনি নিজেই নিজের খেলায় সন্তুষ্ট নন। দলের খারাপ পারফরম্যান্সের দায় নিজের কাঁধেও তুলে নেন তিনি। এ দিকে অনেককেই ছেঁটে ফেলার কথা ভাবছে ক্লাব। শঙ্করলালকে রেখেই নতুন কোচের কথাও ভাবা হচ্ছে। এই অবস্থায় ক্রোমার ছেড়ে দেওয়াটা ক্লাবের জন্য সহজ হল কি না তা সময়ই বলবে। কিন্তু, ইতিমধ্যেই নতুন বিদেশির সন্ধানে নেমে পড়েছে ক্লাব কর্তৃপক্ষ।