কমনওয়েলথ গেমস ২০১৮: তৃতীয় দিন জোড়া সোনা, হকিতে ড্র

কমনওয়েলথ গেমস ২০১৮কমনওয়েলথে ভারত-বনাম পাকিস্তান ম্যাচের একটি মুহূর্ত।

জাস্ট দুনিয়া ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০১৮ হয়তো  ভারতীয় ভারোত্তলকদের সাফল্য খতিয়ান লিখে রাখতে চলেছে। প্রথম ও দ্বিতীয় দিন এই ভারোত্তলনেই পর পর সোনা জিতেছিলেন মীরাবাই চানু ও সঞ্জিতা চানু। আর তৃতীয় দিন সেই ভারোত্তলনেই জোড়া সোনা এল ভারতের ঘরে। সঙ্গে ল একটি রুপো ও একটি ব্রোঞ্জ।

৭৭ কেজি বিভাগে তৃতীয় দিনের শুরুতেই সোনা জিতে নিয়েছিলেন সথীশ কুমার শিবালিঙ্গম। চার বছর আগে গ্লাসগোতে সোনা জিতেছিলেন সথীশ। এ দিন তিনি মোট ওজন তুললেন ৩১৭ কেজি। তিনিই ভারতের প্রথম ভারোত্তলক যিনি পর পর দুটো কমনওয়েলথে সোনা জিতলেন। অন্যদিকে, ৮৫ কেজি বিভাগে মোট ৩৩৮ (১৫১+১৮৭) কেজি তুলে সোনা জিতলেন রাগলা ভেঙ্কট রাহুল। এর সঙ্গেই কমনওয়েলথে তিন দিনে চারটি সোনা চলে এল ভারতের ঘরে। প্রথমে ১৯১ কেজি তুলতে ধাক্কা খেয়েছিলেন রাহুল। কিন্তু ১৮৭ কেজিতে সাফল্য আসে। রাহুলের ভাগ্য ভাল ছিল রুপো জয়ী প্রতিপক্ষ তাঁকে ছাপিয়ে যেতে পারেননি। তিনিও ১৯১ কেজি তুলতে সক্ষম হননি। মহিলাদের ৬৩ কেজি বিভাগে বন্দনা গুপ্তা পঞ্চম স্থানে শেষ করেন।

এদিনই মাঠে নেমেছিল ভারতের পুরুষদের হকি দল। তাও আবার প্রথম ম্যচেই প্রতিপক্ষ ছিল চিরশত্রু পাকিস্তান। কিন্তু ম্যাচ শেষ হল ২-২ গোলে। শুরুটা ছিল ভারতেরই দখলে। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়েও ছিল ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে অতিরিক্ত আত্মবিশ্বাসই ডোবাল মেন ইন ব্লুকে। ১২ মিনিটে দিলপ্রীত সিংয়ের ফিল্ড গোলে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় গোল পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত সিংয়ের। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতের রক্ষণকে নাজেহাল করে দেয় পাকিস্তান। ভাগ্যিস গোলের নিচে শ্রীজেশ ছিলেন। না হলে জিতেও যেতে পারত পাকিস্তান। তাও দ্বিতীয়ার্ধে পর পর গোল করে পাকিস্তানকে সমতায় ফেরায় মহম্মদ ইরফান জুনিয়র ও আলি মুবাশার।

গেমসের দ্বিতীয় দিনের খবর

অন্যদিকে, ভারতীয় প্যাডলাররাও সফল এদিন। মালয়েশিয়ার বিরুদ্ধে এদিন ৩-০তে জিতল ভারতের মহিলা দল। পৌঁছে গেল সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে মহিলাদের দলে খেললেন মানিকা বাত্রা ও মধুরিকা পাটকার। দু’জনের ব্যাক্তিগতভাবে হারালেনইং হো ও কারেন লিনকে। দুই ম্যাচের ফল ১১-৯, ১১-৭, ১১-৭ ও ৭-১১, ১১-৯, ১১-৯, ১১-৩। ডবলসে পাটকর ও মৌমা দাসের জুটি ১১-৮, ১০-১২, ১১-৮ ও ১১-৭এ হারায় হো এবম আই জিন টিকে।

একইভাবে পুরুষদের ম্যাচে চি ফেং লিয়ংকে ১১-৪, ১২-১০ ও ১১-৬এ হারালেন হরমিত দেশাই। অন্যম্যাচে অচন্ত শরথকমল ১১-৮, ১১-৭, ১১-৬এ হারালেন মহম্মদ আশরাফ হকে।  ২-০তে এগিয়ে যাওয়ার পর হরমিত দেশাই ও সাথ্যিয়ান গনসেকারানের জুটি ১১-৭, ১১-৬ ও ১১-৭এ হারিয়ে দেয় জাভেন চুং ও চি ফেং লিয়ং জুটিকে।

ভারতীয় ব্যাডমিন্টনে সাফল্য অব্যহত। কোয়ার্টার ফাইনালে টিম ইভেন্টে মালয়েশিয়াকে ৩-০তে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল মিক্স ডবলস টিম। জিতল পুরুষদের ডবলস টিমও। অশ্বিনি পোনাপ্পা ও এন সিক্কি জুটিও জিতল এদিন। জিতলেন কিদাম্বি শ্রীকান্তও। বক্সিংয়ে গ্লাসগো কমনওয়েলথে রুপোজয়ী  সরিতা দেবী৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। এছাড়া ৫৬ ও ৬৯ কেজি বিভাগে মহম্মদ হুসামুদ্দিন ও মনোজ কুমারও জিতলেন যাঁর যাঁর বিভাগে। দু’জনেই পৌঁছে গেলেন শেষ আটে।

স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন জোসনা চিনাপ্পা। সাঁতারে ভারতের শ্রীহরি নটরাজ পরের পর্বের যোগ্যতা অর্জন করলেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে তৃতীয় হলেন। আর্টিস্টিক জিমন্যাস্টিকে হতাশার দিন ভারতের। ভারতের যোগেশ্বর সিং ১৪ নম্বরে শেষ করল। অরুনা বুড্ডা ও প্রনতী দাস শেষ করলেন ১৪ ও ১৬ নম্বরে।

সাইক্লিং ট্র্যাকে পুরুষদের ইভেন্টে ভারতের সানুরাজ সানন্দারাজা, রনজিত সিংহ ও সাহিল কুমার শেষ করলেন ২০, ২১ ও ২২ নম্বরে। মনজিৎ সিং ১৫ কিলোমিটার স্ক্র্যাচে ১৩ নম্বরে থামলেন। লন  বলে ভারত ১৮-১৭ এ হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।