আহত শামিকে দেখতে গিয়ে শুনলেন, আদালতে দেখা হবে

মহম্মদ শামি, বিসিসিআইতখন সুখের সময়।

জাস্ট দুনিয়া ব্যুরো: আহত মহম্মদ শামি৷ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী, খবর পেয়েই ফোন করেছিলেন৷ কিন্তু ফোন বন্ধ ছিল তাই কথা বলতে পারেননি৷ সংবাদ মাধ্যম থেকে জেনেছিলেন বিপদমুক্ত তাঁর স্বামী৷ কিন্তু না দেখে পারেননি৷ ছুটে গিয়েছেন দিল্লিতে৷ কিন্তু আহত মহম্মদ শামি জানিয়ে দিলেন হাসিনের সঙ্গে যা কথা, হবে আদালতেই৷ আদালতের বাইরে স্ত্রীর সঙ্গে তাঁর আর কোনও কথা হবে না৷

যদিও একমাত্র কন্যা সন্তানকে কাছে পেয়ে কোলে তুলে নেন শামি৷ মেয়েও বাবাকে পেয়ে ঝাঁপিয়ে যান কোলে৷ মঙ্গলবার সকালে পুলিশের একজন নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে তিনি দিল্লি যান৷ তার আগে সোমবার লালবাজারে গিয়ে তাঁর ইচ্ছের কথা জানান হাসিন জাহান৷ জানান, তিনি শামির সঙ্গে দেখা করতে চান৷ শামি কোথায় রয়েছেন তিনি জানেন না৷ তবে খবর পেলেই সেখানে তিনি শামিকে দেখতে যেতে চান৷

তবে শামি দিল্লিতে পৌঁছেছে খবর পেতেই দিল্লি উড়ে যান হাসিন৷ হাসিন বলেন, ‘‘ও আমার সঙ্গে যা করেছে আমি তার প্রতিবাদ করেছি৷ আমি কখনওই চাই না ওর কোনও ক্ষতি হোক৷ ও আমাকে স্ত্রী হিসেবে হযতো চায় না কিন্তু আমি এখনও ওকেই ভালবাসি৷ আমি প্রার্থণা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠুক৷’’ কিন্তু রনংদেহী হাসিনের এই ব্যবহার গলাতে পারেনি শামির মন৷

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ক্রিকেটার মহম্মদ শামি

শামির সঙ্গে দেখা করার পর হাসিন বলেন, ‘‘শামি আমার সঙ্গে দেখা করতে চায়নি৷ ও হুমকী দিয়েছে, আমাকে আদালতে দেখে নেবে৷ ও মেয়ের সঙ্গে সময় কাটিয়েছে৷ ওর মা নিরাপত্তারক্ষীর মতো ব্যবহার করছিল৷’’ দেহরাদূনে অনুশীলন করছিলেন শামি৷ সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি৷ ওকটি লড়ি ধাক্কা দেয় শামির গাড়িতে৷ মাথায় সেলাইও পড়ে৷ দু’দিন দেহরাদূনে কাটিয়ে দিল্লি ফিরেছেন নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে৷ তার পরই হাসিন দেখা করতে যান শামির সঙ্গে৷

প্রায় তিন সপ্তাহ আগে হঠাৎই শামির বিরুদ্ধে মুখ খোলেন স্ত্রী হাসিন৷ সংবাদ মাধ্যম থেকে কলকাতা পুলিশ এমন কী মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছে যান হাসিন ন্যায় চেয়ে৷ তাঁর অভিযোগ ছিল বহুনারী সঙ্গ রয়েছে এই ক্রিকেটারের৷ সঙ্গে আরও নানা বিষয়৷ আদালতে শামির বিরুদ্ধে গোপন যবানবন্দীও দেন৷ ঘুরিয়ে তোলেন গড়াপেটার অভিযোগও৷ যার পর বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয় তাঁকে৷ যদিও বোর্ডের তদন্তের পর গড়াপেটার অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে শামিকে৷ খেলবেন আইপিএল-ও৷