শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন দুই বাঙালি, কেমিক্যাল সায়েন্সের রাহুল এবং স্বাধীন

শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারশান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন স্বাধীন মণ্ডল এবং রাহুল বন্দ্যোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন দুই বাঙালি বিজ্ঞানী। দেশের বিজ্ঞান চর্চার সেরা পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং স্বাধীনকুমার মণ্ডল। ওঁরা দু’জনেই নদিয়ার মোহনপুরে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (আইআইএসইআর)-এ কেমিক্যাল সায়েন্সেস-এর শিক্ষক।

বাতাস থেকে কী ভাবে দূষিত গ্যাস কমানো যায়, সেই রাস্তা বাতলেছেন এক জন। অন্য জন সেই দূষিত গ্যাস কী ভাবে বিকল্প জ্বালানি হয়ে উঠতে পারে, তার সন্ধান দিয়েছেন। আর এ সবের স্বীকৃতি স্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হবে এ বছরের শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার।

গত প্রায় ছ’দশক ধরে এই পুরস্কার দেওয়া হচ্ছে। কিন্তু, কোনও প্রতিষ্ঠানের একই বিভাগের দুই শিক্ষককে এই প্রথম সম্মানিত করা হবে। গত বুধবার এ কথা জানিয়েছে ‘কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর)। রাহুল বন্দ্যোপাধ্যায় এবং স্বাধীনকুমার মণ্ডল এ রাজ্যেই তাঁদের কলেজের পড়াশোনা শেষ করে হায়দরাবাদ এবং কর্নাটক চলে যান। তার পর বিদেশ চলে যান। সেখান থেকে ফিরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড রিসার্চে যোগ দেন।

পরকীয়া আর ফৌজদারী অপরাধ নয়, বিবাহিতা মহিলা তাঁর স্বামীর প্রভু নন: সুপ্রিম কোর্ট

বাতাসে যে প্রতি দিন কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইডের মতো গ্যালের মাত্রা বাড়ছে। ফলে গ্রিন হাইস গ্যাসের প্রভাব পড়ছে পরিবেশে। সেই গ্যাস যাতে বাতাসে না মিশতে পারে তা নিয়েই গবেষণা করে দু’জন এই পুরস্কার পেলেন। ওই বিষাক্ত গ্যাস যাতে বাতাসে না মিশতে পারে সে জন্য রাহুল-স্বাধীনরা এক নতুন পদার্থের আবিষ্কার করেছেন। এক জনের আবিষ্কার করা ওই পদার্থটি বাতাসে কোনও রকম প্রভাব না ফেলে গ্রিন হাউস গ্যাসকে ঘিরে ফেলবে। আর সেই ঘিরে ফেলার পাঁচিলটাকে আরও শক্তপোক্ত করেছে অন্য জনের গবেষণালব্ধ ফল। আর সে কারণেই দু’জনে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

স্বাধীনবাবুর বিজ্ঞানী হওয়ার পিছনে তাঁর স্ত্রীর অবদান ছিল। তিনি আসলে নিজে হতে চেয়েছিলেন ক্রিকেটার। কিন্তু, স্ত্রীর অনুপ্রেরণায় তিনি বিজ্ঞান সাধনাকে বেছে নিয়েছিলেন। গত বছর তাঁর স্ত্রী সুদেষ্ণা প্রয়াত হয়েছেন। এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকেই উৎসর্গ করেছেন।

বাতাস থেকে কী ভাবে দূষিত গ্যাস কমানো যায়, সেই রাস্তা বাতলেছেন এক জন। অন্য জন সেই দূষিত গ্যাস কী ভাবে বিকল্প জ্বালানি হয়ে উঠতে পারে, তার সন্ধান দিয়েছেন। আর এ সবের স্বীকৃতি স্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হবে এ বছরের শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার।