আসবাবের ঘরবাড়ি

নতুন ফ্ল্যাটের হ্যান্ডওভার হয়ে গিয়েছে। মনের মতো রং করিয়েছেন। ইলেকট্রিক্যাল সরঞ্জামও কিনেছেন পছন্দ মতো। অথচ আসবাবপত্রের বিষয়টাই এখনও ফাইনাল করতে পারেননি! কী ধরনের আসবাবে সাজানো যায় নয়া ঘর? বাকিরা এই মুহূর্তে কোন ভাবনায় সাজাচ্ছে নিজেদের ঘরবাড়ি? তার থেকে আপনারটা তো আলাদা হতেই হবে। এ ঘর তো আপনার কাছে ‘জাস্ট দুনিয়া’।
রট আয়রনের বদলে একেবারে টিক উডের খাটই কিনে ফেলুন। ঘরের মাপের সঙ্গে মানানসই করে কুইন বা কিং সাইজের খাট। কাঠের উপর সুন্দর পালিশ— লুকটাই পুরো আভিজাত্যময় হয়ে উঠবে। বক্স অথবা সিম্পল যে খাটেরই অর্ডার দিন না কেন, তাপ বড় বা ছোট পায়ায় যেন কারুকার্য থাকে। এবং খাট যেন খুব বেশি উঁচু না হয়।
খাটের সঙ্গে মানানসই ড্রেসার এবং আলমারি বানাতে হবে। সেটাও কাঠের হওয়াই বাঞ্ছনীয়। আলমারি চার পাল্লার হলে ভীষণই ভাল হয়। তবে, ঘরের মাপ যদি ছোট হয় সে ক্ষেত্রে তিন পাল্লাও চলতে পারে। একটা জিনিস শুধু মনে রাখবেন, আলমারি তিন পাল্লা হোক বা চার— ছাদ পর্যন্ত উঁচু যেন হয়। ভিতরের ডিভাইডার কেমন হবে, সেটা আপনার চাহিদা মতো করিয়ে নিন।
বাচ্চাদের ঘরের জন্য বাঙ্ক বেড নিতে পারেন। দোতলা বা তিন তলা— যেটাই নিন না কেন, কোয়ালিটিটা একটু দেখে নেবেন। কারণ, আফটার অল এটা তো বাচ্চাদের জন্যই। রংচঙে এই বেবি বাঙ্ক নানা ধরনের স্টাইলে পাওয়া যায়। ছেলে বা মেয়ের জন্য পছন্দসই একটা কিনে নিন। বেবি বাঙ্কে আবার নানা ধরনের হেডবোর্ড পাওয়া যায়। সিনারি থেকে বার্বি— সবই পাবেন। ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে গিয়েই এটা কিনতে পারেন।
সোফা সেট কিন্তু এখন এল শেপেরই নেবেন। ওটাই সব চেয়ে স্টাইলিশ। পিছনে হেলান দেওয়ার জায়গাও পাবেন। এক একটা এক এক রকমের। নানা ডিজাইন, আর সেই অনুযায়ী দাম। লেদার লুক থেকে ভেলভেট ফেব্রিক— সবই পাবেন। বাজেটটাকে মিলিয়ে দেখেশুনে নিয়ে আসুন একটা সেট। তবে, কাঠের সঙ্গে লেদারলুকটাই বেশি চলবে। কুশনটাও সেই মতো লেদার বা ভেলভেটেরই নিয়ে নিন। বাজারে না পাওয়া গেলে পর্দার দোকানে অর্ডারও দিয়ে দিতে পারেন। কয়েক দিনের মধ্যেই পেয়ে যাবেন।
ডিভানটা কিন্তু কাঠেরই হওয়া উচিৎ। পুল-আউট মাস্ট। কারণ জায়গার অপচয় কমাতে গেলে পুল-আউটের মতো সুবিধা আর কিছুতেই নেই। হেডবোর্ডটা যেন আবার খাটের মতো না হয়। সেটা কিন্তু মাথায় রাখবেন। আর সবার আগে মাথায় রাখবেন গোটা জিনিসটা যেন দেখতে স্লিক হয়।
বুক সেল্ফটা বসার ঘরের একটা দিকের দেওয়াল জুড়ে রাখতে পারেন। প্লাই দিয়ে বানিয়ে সেটায় কাঠপালিশ করে নিলেই লুকটা এক্কেবারে গর্জিয়াস হয়ে যাবে। তবে আপনার বইয়ের পরিমাণের উপর এটার মাপ নির্ভর করছে। ঘরে যদি অত বই না থাকে, তবে সেই মতো আপনি অর্ডার দিন। বই না থাকলে তো আর দেওয়াল জোড়া করার প্রয়োজন নেই।
সে‌ন্টার টেবিলটা মাস্ট কাঠেরই হতে হবে। এবং নকশাদার। উপরে পুরু কাচ। স্বচ্ছ বা অস্বচ্ছ যাই হোক, কাচটা পুরু হওয়া বাঞ্ছনীয়। তবে, স্বচ্ছ হলে তলায় থাকা খবরের কাগজ বা ম্যাগাজিন খুব সহজেই নজরে আসবে।
জুতো রাখার র‍্যাকটা কিন্তু আপনি প্ল্যাস্টিকের নিতে পারেন। একটু মোটা ও শক্তপক্ত দেখে নেবেন। কারণ জুতোর বার বইতে না পেরে যদি সেটা হেলে পড়ে, তবে তা দৃশ্যত খুবই বাজে হবে।