গাড়িতে কোয়েস্ট মল‌, না নেমেই ফ্রি-তে কোভিশিল্ড, ফিরে আসুন গাড়িতেই

৪৫ বছরের বেশি বয়সিদের জন্য টিকা নেওয়ার সহজ রাস্তায় এ বার কলকাতা পুরসভা। গাড়িতে বসেই টিকা নেওয়া যাবে। তার জন্য শুধু যেতে হবে সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ের কোয়েস্ট মলে। গাড়ি নিয়ে সোজা পৌঁছতে হবে মলের পার্কিং লটে। সেখানে গাড়ির ভিতরে বসেই নেওয়া যাবে টিকা। টিকা নেওয়ার পর ৩০ মিনিটের পর্যবেক্ষণ। সেটাও গাড়িতে বসে। এই সময় যদি কোনও সমস্যা মনে হয়, গাড়ির পার্কিং লাইট জ্বালালেই চলে আসবেন স্বাস্থ্যকর্মীরা। তার পর গাড়িতে করেই ফিরে আসুন বাড়ি। কোভিশিল্ডের এই প্রথম ডোজটি নেওয়ার জন্য একটি পয়সাও খরচ করতে হবে না। উডল্যান্ডস নার্সিং হোমের সঙ্গে যৌথ ভাবে এই ‘ড্রাইভ ইন’ কর্মসূচির উদ্যোক্তা কলকাতা পুরসভা। তবে যাওয়ার আগে এই নম্বরে ৮৩৩৫৯৯৯০০০ হোয়াটসঅ্যাপ করে স্লট বুক করতে হবে। আগামী ১৫ জুন পর্যন্ত রবিবার বাদে প্রতি দিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।