Ballon d’Or ফুটবলের রাজপুত্রের হাতে

এই নিয়ে ৭বার। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির হাতে উঠল Ballon d’Or। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন তাঁরই বার্সেলোনার প্রাক্তন সতীর্থ লুইস সুয়ারেজ। একমাত্র মেসিই ব্যতিক্রমী যিনি ৭ বার এই পুরস্কার পেলেন। এর আগে ২০০৯, ২০১০, ২০১২, ২০১৫ ও ২০১৯-এ ব্যালন ডি‘ওর পুরস্কার পান তিনি। এবারও যে তিনিই পাবেন তা আগাম একটা ধারণা পাওয়াই যাচ্ছিল। প্রত্যাশা মতই তাঁর হাতেই উঠল Ballon d’Or। এবার মেসির সঙ্গে শেষ পর্যন্ত লড়াইয়ে ছিলেন রবার্ট লেওয়ানোডস্কি। সেরা গোলকিপার জিয়ানলুইজি দোনারুমা। ৫ বার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।