৫৮ দিন পর সর্বনিম্ন দেশের করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১,২০,৫২৯ জন। যা গত প্রায় দু’মাসে সর্ব নিম্ন। লকডাউন করে প্রায় সব রাজ্যই সংক্রমণের হার কমিয়ে এনেছে অনেকটাই। সেই তালিকায় দিল্লি, মুম্বই-এর মতো রাজ্য রয়েছ। দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সব থেকে বেশি কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল এই দুই রাজ্যকে। আশা জাগাচ্ছে সুস্থতার সংখ্যাও। এদিন করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১,৯৭,৮৯৪ জন। তবে মৃত্যুর হার আবারও বেড়ে গিয়েছে। যা প্রশাসনের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে স্বাভাবিকভাবেই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩,৩৮০ জনের।