১ হাজারের কাছে রাজ্যের কোভিড সংক্রমণ

রাজ্যের কোভিড পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। উৎসবের মরসুম এখনও চলছে। সামনে দিওয়ালি, ছট পুজো, ঈদ—পর পর রয়েছে। পরিস্থিতি দেখে কেন্দ্র সরকার ইতিমধ্যেই রাজ্যগুলোকে আগাম সতর্কতা জারি করতে বলেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মূল উৎসব হয়ে গিয়েছে। সেই দুর্গাপুজোয় মানুষ যা ভুল করার করে ফেলেছে। এবার তার খেসারত দিতে হবে তাঁদের এবং প্রশাসনকে। রবিবার রাজ্যের কোভিড সংক্রমণ পৌঁছে গেল ৯৮৯-এ। হাজার ছুঁই ছুঁই পরিস্থিতি। মৃত্যু হয়েছে ১০ জনের। কলকাতার একদিনের আক্রান্ত২৭৩ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৪৬ জন। সর্বত্রই বেড়েছে সংক্রমণ।