হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব, তবে বাড়িতে এখনই নয়

হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বুদ্ধদেব, তবে বাড়িতে এখনই নয়। দক্ষিণ কলকাতার যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন, সেখানকার কর্তৃপক্ষ বুধবার এমনটাই জানিয়েছেন। আপাতত তিনি এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য সিআইটি রোডের একটি সেফ হোমে থাকবেন। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তাঁদের দেখভালের কেউ নেই বলেই এই পরিকল্পনা। ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন সুস্থ তিনি। রক্তচাপ ও হার্টরেটও স্বাভাবিক। প্রাক্তন মুখ্যমন্ত্রী কয়েক দিন সিআইটি রোডে পরিচিত এক চিকিত্‍সকের নার্সিংহোমে থাকবেন। সেখানে থাকবেন তাঁর স্ত্রী-ও।

গত ১৮ মে বুদ্ধদেবের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু, ২৪ মে আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। বেড়ে যায় শ্বাসকষ্ট। ২৫ মে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৮০-৮২তে নেমে যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিত্‍সায় গঠিত হয় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড। বাইপ্যাপ সাপোর্টে রাখা হয় তাঁকে। দেওয়া হয় রেমডেসিভির-ও। অন্য দিকে, ২৪ মে বাড়ি ফেরার কিছু ক্ষণের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়েন মীরা। তাঁকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দু’জনেই ছাড়া পেয়েছেন।