হাতে চোট, স্ক্যান করা হচ্ছে হার্দিকের

টি২০ বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ডান হাতে চোট পান হার্দিক পাণ্ড্যে। ব্যাট করার সময় বল এসে লাগে তাঁর হাতে। ১১ রান করে তিনি হ্যারিস রউফের বলে আউট হন। কিন্তু পরে তাঁকে আর ফিল্ডিং করতে মাঠে নামতে দেখা যায়নি। তখনই গুঞ্জনটা শোনা গিয়েছিল। হার্দিক ভারতীয় দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। এক কথায় তিনি দলের ইউটিলিটি ম্যান। এই দলের অন্যতম ফিনিশার তিনি। প্রয়োজনে বলটাও করেন সাফল্যের সঙ্গে। তিনি কোনও কারণে ছিটকে গেলে বড় চাপের মুখে পড়তে হবে ভারতীয় দলকে। ইতিমধ্যেই তাঁকে চোটের স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার ফল এখনও জানা যায়নি। তবে ভারত টি২০ বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তানের কাছে বিশ্রি হেরে।