স্বস্তির বৃষ্টি কলকাতায়

শেষ পর্যন্ত বৃষ্টি নামল কলকাতা শহরে। গত শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছিল। প্রবল দাবদাহ থেকে অনেকটাই মুক্তি মিলেছিল। কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে ভাসল কলকাতা। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। শুরুতে আকাশ কালো হয়ে আসে তার পর শুরু হয় ঝোড়ো হাওয়া। হাওয়া থামতেই শুরু হয় প্রবল বৃষ্টি। যা স্বস্তি দিল গরম থেকে। এদিন বৃষ্টি হয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা, ও পূর্ব মেদিনীপুরে। যার ফলে অনেকটাই নেমেছে পারদ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন তাপমাত্রাই থাকবে আগামী তিনদিন।ও