সোমবার থেকে বৃষ্টি রাজ্যে

বৃষ্টির পরই শীতপড়ে জাঁকিয়ে। এবার জাঁকিয়েনা পড়লেও বৃষ্টি কমতেই শীত শীত ভাব দেখা দিয়েছে রাজ্য জুড়ে। তবে আবহাওয়া দফতরের খবর, ফিরছে বৃষ্টি। যার ফলে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া এবং তারই জেরে শীতের আমেজে ঘাটতি দেখা দেবে। সোমবার উত্তর ও দক্ষিণ বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বাড়বে তাপমাত্রাও। দক্ষিণবঙ্গের উপকূল এলাকা ও উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে এই শীতের আমেজ থাকছে রবিবার পর্যন্ত। শীতের কুয়াশার আগমনও ঘটবে এই সময়েই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বাড়বে। সোমবার থেকে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায়।