সিকিমে ধসে বিপর্যস্ত যান চলাচল

প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গ ও সিকিমে। উত্তরবঙ্গে আগেই লাল সতর্কতা জারি করেছিল প্রশাসন। পাহাড়ে যাওয়ার ক্ষেত্রেও সাবধান করা হয়েছিল। এর মধ্যেই সিকিমের ধসে আটকে পরে রীতিমতো সমস্যায় পর্যটকরা। সিকিমের ২০ মাইলের কাছে বড় ধসে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। সকাল থেকে রাস্তা জুড়ে প্রবল যানজট দেখা গিয়েছে। মঙ্গলবার সারারাত বৃষ্টি হয়েছে সিকিমসহ উত্তরবঙ্গে। পাহাড়ে বৃষ্টি হলে যে ধস নামবে তা জানা কথাই। সকালের দিকে ধস পরিষ্কার করে যান চলাচ‌ল করার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু একই জায়গায় আবারও ধস নামে। যার ফলে ক্ষতিগ্রস্থ ১০ নম্বর জাতীয় সরক। সিংতামও রংপোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ধস নেমেছে নাথুলার রাস্তায়ও। আগামী ৫ দিন সিকিমে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।