সরকারি চাকুরিজীবী পাত্র না পেয়ে আত্মঘাতী

পাত্র হতে হবে সরকারি চাকুরিরত। তা না হলেই বাবা-মা-সহ পরিবারের হা-হুতাশ। কিন্তু তার প্রভাব যে বাড়ির মেয়েটার উপর পড়ছে তা নিয়ে ভাবার মানসিকতা নেই কারও। এভাবেই কত মেয়ের জীবন কেটে যায়। এবার অবশ্য স্বয়ং পাত্রীরই এমনটা দাবি ছিল। কিন্তু সবার সহ্যশক্তি এক হয় না। এক্ষেত্রেও তেমনটা হয়নি। পাত্রের খোঁজ শুরু হয়েছিল অনেকদিন আগেই। চাহিদা একমাত্র সরকারি চাকুরিরত হতে হবে। কিন্তু তেমনটা হল না। পাওয়া গেল না সরকারি চাকুরিজীবী। আর সেই হতাশাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন মুর্শিদাবাদের মেয়ে শিল্পী ঘোষ। এমনটাই দাবি করছেন প্রতিবেশীরা।