শুরু হল পোস্তা উড়ালপুল ভাঙার কাজ

৫ বছর আগের এক দুপুরে হঠাৎই ভেড়ে পড়েছিল এই উড়ালপুল। সেই ভাঙা উড়ালপুলের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ২৭ জনের। দিনটা ৩১ মার্চ ২০১৬। তার পর তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, চলেছে দোষারোপ পাল্টা দোষারোপের পালায় দেখতে দেখতে কেটে গিয়েছে এতগুলো বছর। এবার শুরু হল সেই অভিশপ্ত পোস্তা উড়ালপুল ভাঙার কাজ। মঙ্গলবার থেকেই তার জন্য শহরের বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে যান চলাচল। তা আগে থেকেই ঘোষণ করা হয়েছিল। সেই মতো শুরু হল কাজ, আপাতত হিসেব বলছে ৪৫ দিন ধরে ভাঙা হবে এই উড়ালপুল। তবে পুরো ভেঙে ফেলা হবে না। একটু একটু করে সরিয়ে নেওয়া হবে পাটাতনগুলো।