শিলিগুড়িতে ছাত্রের আত্মহত্যা

মেধাবী ছাত্র বলেই পরিচিত ছিলে দ্বাদশ শ্রেণির সোমনাথ সাহা। পদার্থবিদ্যা নিয়ে পড়ার স্বপ্ন দেখত সে। কিন্তু সেই স্বপ্নের রাস্তায় পা রাখার আগেই জীবনকে বিদায় জানাল সে। কিন্তু কেন সে আত্মহত্যার পথ বেছে নিল তা নিয়ে উঠছে প্রশ্ন। যখন তার ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তখন ঘরের বোর্ডে ছিল অসমাপ্ত অঙ্ক। নিচে লেখা ‘মা আই কুইট’। শুধু কি অঙ্ক না মেলায় এই পথ বেছে নিল সোমনাথ নাকি পড়াশোনার চাপ নিতে পারল না? এমন না না প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, সব সময় টেনশনে থাকত সে। পড়াশোনা নিয়েই থাকত। কিন্তু একরাতে সব শেষ। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ।