শনিবার থেকে দিল্লিতে শুধুই সিএনজি-র গাড়ি

দিল্লি দূষণ এই বছর যে উচ্চতায় পৌঁছেছে যা কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কোভিডের সময়ের মতো প্রায় লকডাউন পরিস্থিতিও তৈরি হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। সোমবার থেকে যা খুলে যাচ্ছে। তবে আর যাতে রাজধানীর দূষণ পরিস্থিতি খারাপ না হয় তার জন্য ইলেক্ট্রিক এবং সিএনজির গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হল। শনিবার থেকেই লাগু হবে এই নিয়ম। ৩ ডিসেম্বর পর্যন্ত আপাতত এই নিয়ম চলবে। সোমবার থেকেই খুলে যাচ্ছে সরকারি অফিসও। তাঁদের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে বলা হয়েছে।