রেকর্ড, জুনে দিল্লির তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি

তাপমাত্রার নিরিখে প্রতিদিনই রেকর্ড করছে দিল্লি। যে সময় দিল্লি রীতিমতো তাপপ্রবাহ চলে সেই সময় হু হু করে নামছে সেখানকার তাপমাত্রা। কিছুদিন আগেই বৃষ্টির পর তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছিল। এদিন আবার নতুন রেকর্ড করল রাজধানী শহর। দিল্লির ইতিহাসে জুন মাসের সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হল। স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি কমে এদিন দিল্লির তাপমাত্রা পৌঁছয় ১৭.৬ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। মঙ্গলবার বৃষ্টি, ঝড় সব মিলিয়ে লকডাউনের মধ্যে স্বস্তি ঘরে বসে থাকা মানুষদের জন্য। চালাতে হয়নি এসি। এর আগে ২০০৬-এর ১৭ জুন দিল্লির তাপমাত্রা নেমেছিল ১৮ ডিগ্রিতে।