মোহনবাগান থেকে সরে গেল এটিকে

অপেক্ষা ছিল এই দিনটির। তাই এতদিন মুখ বুজে সবটা সহ্য করছিলেন। নানান কথা, সমালোচনা যা অনেক সময়ই মেনে নেওয়ার মতো ছিল না। তবে শনিবার সব কিছু দু’কথায় শেষ করে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। আইএসএল ২০২২-২৩-এর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে দল। আর সেই জয়ের মঞ্চ থেকেই জানিয়ে দেওয়া হল আগামী বছর থেকে আর মোহনবাগানের আগে থাকবে না এটিকে। মোহনবাগানের সঙ্গে জুড়ে যাবে সুপার জায়ান্ট। মোহনবাগান সুপার জায়ান্ট নামে আগামী বছর থেকে খেলবে দল।তাঁর এই ঘোষণার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়নশিপের উৎসব অন্য মাত্রা পেল।