মোস্ট পপুলার গ্লোবাল লিডার

বিশ্ব জুড়ে তাঁর খ্যাতি যে আকাশচুম্বি তা নিয়ে কোনও সংশয় নেই। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যেভাবে বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন আর তাঁদের কাছে তাঁর যে কতটা গ্রহন যোগ্যতা তা বিভিন্ন সময়ে বার বার সামনে উঠে এসেছে। ‘মর্নিং কনসাল্ট’-এর সার্ভে অনুযায়ী বিশ্বের সব থেকে গ্রহনযোগ্য নেতা মোদীই। তিনি মোট ৭৮ শতাংশ ভোট পেয়েছেন। আমেরিকার এই সংস্থা বিভিন্ন দেশে ২২ জন নেতার উপর সাতদিন ধরে সার্ভে চালায়। এই বছর ২৬ থেকে ৩১ জানুয়ারির মধ্যে করা হয় এই সার্ভে। সব দেশের বয়ষ্ক মানুষদের মধ্যেই এই সার্ভে চালানো হয়। যেখানে মোদীর অ্যাপ্রুভাল রেটিং ৭৮ শতাংশ। জো বাইডেন পেয়েছেন ৪০ শতাংশ রেটিং। তাঁর আগে অবশ্য ৬৮ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ। ৬২ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে সুইস প্রেসিডেন্ট অ্যালেন বারসেত।