মুম্বই থেকে কলকাতাগামী বিমান অল্পের জন্য বাঁচল

মুম্বই থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল ভিস্তারার বিমানটি। অবতরণের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল। অবতরণের আর ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু তখনই টার্বুলেন্সে ধাক্কা খায় বিমানটি। কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরে ছিল বিমান তখন। উচ্চতা ১৭-২০ হাজার ফিট হবে। টার্বুলেন্সে ধাক্কা খাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। যদিও বিমান চালক দ্রুত তা সামলে নেন। প্রবল ঝাঁকুনিতে আতঙ্ক তৈরি হয় বিমানের ভিতর। যার ফলে তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। কলকাতা বিমান বন্দরে অবতরণের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের কাঁধের হার সরে গিয়েছে, এক মহিলার হাত ভেঙেছে এবং এক যাত্রীর মাথা ফেটেছে।