মালদহে ‘দুয়ারে সরকার’ শিবিরে বিপত্তি

মালদহের ‘দুয়ারে সরকার’ শিবিরে চরম বিশৃঙ্খলায় ৯ জনের পদপিষ্ট হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এদিন লক্ষ্মীর  ভাণ্ডার প্রকল্পের জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন এলাকার মহিলারা। যার মাধ্যমে তপসিলি ও আদিবাসী মহিলাদের মাসে ১০০০ টারা ও অন্যান্যদের মাসে ৫০০ টাকা করে দেওয়ার কথা। তারই শিবির শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ১৬ অগস্ট থেকে। প্রথম থেকে ভিড় করছেন সাধারণ মানুষ। তাতে তৈরি হচ্ছে বিশৃঙ্খলাও। বুধবার মালদহের সাহাপুর হাইস্কুলে হুড়োহুড়িতে অনেকেই পড়ে যান তাঁদের উপর দিয়েই চলে যায় মানুষ। গুরুতর যখম হন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এর আগেও বর্ধমানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল দুয়ারে সরকারের ক্যাম্পে।