মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও সবাই পাশ

৯৮ শতাংশই পাশ করেছিলেন। কিন্তু পাশ করতে পারেনি ১৮ হাজার ছাত্রছাত্রী। তা নিয়েই রাজ্য জুড়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছিল। এ বার উচ্চমাধ্যমিক সংসদ সেই ১৮ হাজার পরীক্ষার্থীকে ‘পাশ’ বলে ঘোষণা করলেন। সোমবার সংসদের সভানেত্রী মহুয়া দাস ঘোষণা করেন, কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকার ওই পরীক্ষার্থীদের পাশ করানোর সিদ্ধান্ত নিয়েছে। বিক্ষোভ দেখানো ছাত্রছাত্রীদের দাবি ছিল, পরীক্ষাই যেখানে হল না, সেখানে ফেল কিসের? তারা সকলকে পাশের দাবি তোলে। এর পর সংসদ সব স্কুলকে ওই পড়ুয়াদের কাছ থেকে অভিযোগ নিয়ে তা পাঠাতে বলে। এ দিন সংসদ সকলকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করল।