ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

বৃহস্পতিবার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ডের একাংশ। জানা গিয়েছে কার্মাডেক দ্বীপপুঞ্জে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১। ভূগর্ভের ১০ কিলোমিটার নিচে কম্পনের উৎসস্থল বলে জানানো হয়েছে। কম্পনের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানালেও ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে সুনামি হওয়ার সম্ভাবনা নেই। এই কম্পনের ফলে এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। কারণ এখনও তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের স্ম-তি তাজা গোটা বিশ্বের মনে। গত ৬ ফেব্রুয়ারি যে ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছিল।