ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টির পূর্বাভাস

এখনও পর্যন্ত গ্রুপ ১-এর একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য। কিন্তু গ্রুপ ২-এর উপর তেমন প্রভাব ফেলতে পারেনি। কিন্তু অতিগুরুত্বপূর্ণ ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে সেই সম্ভাবনা দেখা দিয়েছে প্রবলভাবে। এই মুহূর্তে দুই দলেরই পয়েন্ট সমান। দু’জনেরই রয়েছে চার পয়েন্ট করে। দুই দলই তিনটি করে ম্যাচে দুটো করে জিতেছে। রান রেটের নিরিখে একটু এগিয়ে রয়েছে ভারত। এই অবস্থায় সেমিফাইনালে যেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি মানসিকভাবে থাকলেও বাধ সাধছে প্রকৃতি। বুধবার অ্যাডিলেডে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুর্বাভাস বলছে, ‘‘আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। সন্ধের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। দক্ষিণ-পশ্চিম দিক থেকে হাওয়ার গতি থাকবে ২০ থেকে ৩০ কিলোমিটার ঘণ্টায়। তাপমাত্রা ১০-১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।’’