বেহালা থেকে আরামবাগের ক্যাব ভাড়া ২৪ হাজার টাকা

এমনটাই ঘটেছে খোদ কলকাতায়। বেহালা থেকে আরামবাগ যাবে বলে অ্যাপক্যাব বুক করেছিলেন এক ব্যক্তি। তখন তাঁকে মোবাইলে দেখিয়েছিল ৮৪ কিলোমিটার রাস্তার ভাড়া পড়বে ১২৪৮ টাকা। কিন্তু যখন গন্তব্যে গিয়ে পৌঁছল সেই গাড়ি তখন তখন তাঁর ভাড়া আর কিলেমিটার দেখে স্তম্ভিত যাত্রী ও চালক দু’জনেই। ক্যাবের ডিসপ্লেতে জ্বল জ্বল করছে ১২৪৮ কিলোমিটার যাত্রা করে ভাড়া ২৪ হাজার টাকার কিছু বেশি। ঘোর বিপদে দুই পক্ষই। চালককে এই ভাড়া বাবদ অ্যাপক্যাব সংস্থাকে দিতে হবে ৬ হাজার টাকা। কিন্তু কোথা থেকে দেবেন তিনি সেই টাকা কারণ যাত্রী তো এত মোটা টাকা দেননি। তিনি সেই টাকা না দিতে পারায় সংস্থা তাঁর পরিচয়পত্র বাতিল করে দিয়েছে। তবে কেন এই ঘটনা ঘটল তাঁর খোঁজ চলছে। তবে জানা গিয়েছে এটা সংস্থার ভুলেই হয়ে  থাকে। অতীতে হয়েছে কিন্তু কোনও সমাধান হয়নি।