বেঙ্গালুরুতে ভূমিকম্প

হালকা হলেও কাঁপল বেঙ্গালুরু। বুধবার কর্নাটকের উত্তর-উত্তরপূর্ব এলাকায় বেঙ্গালুরুএ এদিন সকালে ভূমিকম্প টের পায় মানুষ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৩। বুধবার সকাল সোয়া ৭টা নাগাদ কম্পন অনুভূত হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু থেকে ৬৬ কিলোমিটার দূরে কম্পনের উৎসস্থল। গভীরতা ১১ কিলোমিটার। এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এদিন টুইট করে বেঙ্গালুরুতে ভূমিকম্পের কথা জানানো হয়েছে।