বৃষ্টিতে ভিজল শহর ও শহরতলী, সাময়িক মুক্তি দাবদাহ থেকে

বৃষ্টিতে ভিজল শহর ও শহরতলীর একাধিক জায়গা। তবে স্বস্তির আঁচ পেল না অনেক এলাকাই। শনিবারের সন্ধেয় কলকাতা ও দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় হঠাৎই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। সঙ্গে প্রবল বাজ ও বিদ্যুৎ। তবে সেই পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এদিন কলকাতার তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি। বৃষ্টিতে কিছুটা হলেও প্রবল গরম থেকে মুক্তি মিলেছে। এদিন কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, হুগলি, চন্দননগরে প্রবল ঝড়-বৃষ্টি হয়। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, ১১ জুন বাংলায় ঢুকতে পারে বর্ষা।